IND vs WI, Rohit Sharma : মাইলস্টোন ম্যাচে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়ে কী বার্তা দিলেন ক্যাপ্টেন রোহিত? জানুন

Last Updated:

IND vs WI Captain Rohit Sharma does not believe in perfect game. অধিনায়ক হিসেবে ফিরেই রান পেলেন রোহিত, জিতলেও অনেক উন্নতির অবকাশ দেখছেন অধিনায়ক রোহিত

অধিনায়ক হিসেবে ফিরেই রান পেলেন রোহিত
অধিনায়ক হিসেবে ফিরেই রান পেলেন রোহিত
বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ হোল্ডার এবং ফেবিয়ানের পার্টনারশিপ বানিয়ে যেভাবে ১৭৬ রানে পৌঁছে গেল, তাতে তাদের আরো আগে আউট করা উচিত ছিল মনে করেন রোহিত। তবে হোল্ডার দুরন্ত খেলেছেন মেনে নিচ্ছেন। পাশাপাশি এই রান তোলার ক্ষেত্রে চার উইকেট না হারালে তিনি বেশি খুশি হতেন। তবে পাশাপাশি সূর্যকুমার, দীপক হুডা যেভাবে ম্যাচটা শেষ করে এসেছেন, তাতে খুশি রোহিত। মিডল অর্ডার সমস্যা কাটিয়ে ওঠা ভারতের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।
advertisement
advertisement
সেদিক থেকে সূর্য এবং দীপক আগামী দিনে এই সমস্যার সমাধান করতে পারেন কিনা দেখার। ওয়াশিংটন সুন্দরের তিন উইকেট এবং যুজবেন্দ্র চাহালের ৪ উইকেট প্রমাণ করে তারা ভারতকে ভরসা দিতে পারেন। রোহিত নিজেও রান পেয়েছেন। দক্ষিণ আফ্রিকায় তিনি ছিলেন না, দেখে মনে হচ্ছিল না। সেই পুরনো টাইমিং, সেই পুরনো ছন্দ- যেন কিছুই হারাননি রোহিত। সামনের পায়ে, পেছনের পায়ে সমান দাপট দেখালেন। যেমন স্টেট ড্রাইভ মারলেন, তেমনই পুল করলেন।
advertisement
কাট মারলেন। ৬০ রানের ইনিংস দেখে মনেই হয়নি অনেকদিন পর মাঠে নেমেছেন। তবে নিজের ইনিংস সম্পর্কে বেশি কিছু বলতে নারাজ ভারতের নতুন অধিনায়ক। রোহিতের মুখে দলগত সংহতির কথা। বললেন প্রয়োজন হলে পরিবর্তন হতে পারে খেলার ধরনে। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন না খুব বেশি প্রয়োজন আছে অনেক কিছু বদলানোর।
অধিনায়ক হিসেবে তিনি সবার মতামত শুনতে রাজি। অধিনায়ক হিসেবে তিনি চান প্রত্যেক ক্রিকেটার নিজেদের চ্যালেঞ্জ জানাক এবং প্রয়োজনে নতুন ভাবনা নিয়ে আসুক। তিনি দলের অধিনায়ক হতে পারেন, কিন্তু দলটা সকলের। আসল লক্ষ্য দেশকে জেতানো। সেটাই সবার আগে রাখতে চান।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI, Rohit Sharma : মাইলস্টোন ম্যাচে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়ে কী বার্তা দিলেন ক্যাপ্টেন রোহিত? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement