IND vs WI ODI: অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্যের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

Last Updated:

IND vs WI 1st ODI Rohit Sharma half century and Surya Kumar Yadav gives India victory. অধিনায়ক রোহিত এবং সূর্যের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

মাইলস্টোন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাল টিম ইন্ডিয়া
মাইলস্টোন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাল টিম ইন্ডিয়া
ভারত - ১৭৮/৪
ভারত জয়ী ৬ উইকেটে
#আমেদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে আমেদাবাদে প্রথম ইনিংস শেষ হওয়ার পর পরিষ্কার হয়ে গিয়েছিল ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা। ক্যারিবিয়ানদের ১৭৬ রানে অলআউট করে দেওয়ার পর ভারতের এই রান তোলার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা ছিল না। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ঈশান কিষান ধীরেসুস্থে এগোচ্ছিলেন। ৮৪ রানের পার্টনারশিপ হল। এরপর হঠাৎ ক্যারিবিয়ান শিবিরে আশার আলো জাগালেন আলজারি জোসেফ।
advertisement
advertisement
১৪ তম ওভারে পরপর রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ফিরিয়ে দিলেন। দীর্ঘদিন পর ফিরে এসে দুরন্ত ব্যাট করলেন রোহিত। দক্ষিণ আফ্রিকায় তিনি ছিলেন না, দেখে মনে হচ্ছিল না। সেই পুরনো টাইমিং, সেই পুরনো ছন্দ- যেন কিছুই হারাননি রোহিত। সামনের পায়ে, পেছনের পায়ে সমান দাপট দেখালেন। যেমন স্টেট ড্রাইভ মারলেন, তেমনই পুল করলেন। কাট মারলেন।
advertisement
৬০ রান করে ফিরে গেলেন এলবিডব্লিউ হয়ে। বিরাট কোহলি (৮) এসেই একটা আপার কাট করে বাউন্ডারি মারলেন। তারপরেই শর্ট বল পুল করতে গিয়ে জমা পড়লেন ডিপ মিড উইকেটে। সুযোগ ছিল ঈশান কিষানের (২৮) সামনে বড় রান করার। কিন্তু অনেকক্ষণ ধৈর্য দেখিয়ে উইকেটে পড়ে থেকেও মারতে গিয়ে আউট হলেন তিনি। দায়িত্বজ্ঞানহীন শট। ভাগ্য খারাপ ঋষভ পন্থর (১১)। সূর্যকুমার স্টেট ড্রাইভ মারলেন। জোসেফ বুটের স্পর্শ করিয়ে আউট করিয়ে দিলেন।
advertisement
এরপর দিলেন দীপক হুদা। তিনি এবং সূর্যকুমার মিলে এগিয়ে নিয়ে গেলেন ভারতের ইনিংস। সূর্য বেশ কয়েকটা দেখার মত কাট শট মারলেন। বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে এবং তার পরের বছর ভারতের মাটিতে হতে চলা একদিনের বিশ্বকাপে সূর্য ভারতের নির্বাচকদের ভাবনায় অনেকটা জায়গা জুড়ে আছেন। ভারত তৈরি করার চেষ্টা করছে দীপক হুদা এবং ওয়াশিংটন সুন্দরকে।
advertisement
শার্দুল ঠাকুর আজ খেলেছেন। বাকি ম্যাচগুলোয় ব্যবহার করা হতে পারে দীপক চাহারকে। অন্তত দুজন অলরাউন্ডার হাতে নিয়ে বিশ্বকাপে নামার প্রচেষ্টায় ভারত। মিডল অর্ডারের ভিত পোক্ত করা ভারতের বড় চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট এবং একদিনের সিরিজ হোয়াইটওয়াশ হয়ে ফেরার পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের এবং টি টোয়েন্টি সিরিজ দুটোই জয়ের লক্ষ্যে ভারত।
advertisement
চমৎকার বল করলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন। যুজবেন্দ্র চাহাল ৪ উইকেট নিয়ে প্রমাণ করলেন লিমিটেড ওভার ক্রিকেট তাকে বাইরে রাখা মুশকিল। শেষ পর্যন্ত সূর্যকুমার এবং দীপক
হুদা মিলে মাইলস্টোন ম্যাচে জয় এনে দিলেন ভারতকে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI ODI: অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্যের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement