Ind vs Pak: ভারত বনাম পাকিস্তান এ বছর ২ বার মুখোমুখি, জেনে নিন তারিখ

Last Updated:

দুবাইতে ২০২১ আইসিসি পুরুষ টি ২০ বিশ্বকাপে ১০ উইকেটে লজ্জার হার হেরেছিল৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এখন কড়া টক্কর দেবে৷

ind vs pak
ind vs pak
#মুম্বই: এশিয়া কাপের শুরু হচ্ছে ২৭ অগাস্ট থেকে হবে৷ এতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান আরও একবার মুখোমুখি হবে৷  ভারত আর পাকিস্তান ২৮ অগাস্ট দুবাইতে গ্রুপ ওপেনার ম্যাচে একে অপরের সঙ্গে লড়াইতে নামবে৷ এই কথা সকলেই জানেন এশিয়া কাপে দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে একাধিকবার৷ সুপার ৪ স্টেজে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে৷  আগামী মাসে ভারত ও পাকিস্তান গত কয়েক বছরের তুলনায় এবার খানিকটা বেশি খেলবে৷
এশিয়া কাপের মাস খানেক পর প্রতিবেশী দেশ ২৩ অক্টোবর একবার ফের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২২ এ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে৷ এশিয়া কাপ ২০২২ এ দুবাই ও শারজাতে ২৭ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর খেলা হবে৷ ভারত গ্রুপ এ তে পাকিস্তানের সঙ্গে তৃতীয় দল কোয়ালিফায়ার হবে৷ গ্রুপ বি তে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানে হবে৷
advertisement
advertisement
ভারত ও পাকিস্তান ২৮ অগাস্ট দুবাইতে এ গ্রুপের ওপেনার এক অপরের বিরুদ্ধে লড়বে৷ এই কথার সম্ভবনা অধিক যে ৪ পর্বে দুই দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে৷ গত পাঁচ বছরে এটা দ্বিতীয়বার হবে৷ যখন সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপের আয়োজন হবে৷ ২০১৮ তে ওয়ানডে খেলে যাওয়া টুর্নামেন্ট ১৫-২৮ সেপ্টেম্বর দুবাই ও আবুধাবিতে হবে৷
advertisement
দুবাইতে ২০২১ আইসিসি পুরুষ টি ২০ বিশ্বকাপে ১০ উইকেটে লজ্জার হার হেরেছিল৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এখন কড়া টক্কর দেবে৷ নিজেদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে বড় বদলা নেবে৷ এই বছর আন্তর্জাতিক ম্যাচগুলিতে বিশ্বস্তরে কিছু শানদার পারফরম্যান্স দেখিয়েছে৷ ভারত এতে কিছু দাপট দেখিয়েছে৷ কিন্তু বাবর আজম পাকিস্তানের টুর্নামেন্টে শেষ সংস্করণ শানদার ফিরে আসা রয়েছে৷ তারাও জয় হাসিল করেছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Pak: ভারত বনাম পাকিস্তান এ বছর ২ বার মুখোমুখি, জেনে নিন তারিখ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement