RCB : আরসিবি পেয়ে গেল নতুন মালিক! বিরাট কোহলিদের দল কিনল কারা? জেনে নিন নাম, আইপিএলে এবার বিরাট চমক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
RCB : কেজিএফ, কান্তারা এবং সালার-এর মতো ব্লকবাস্টার ছবির জন্য পরিচিত উল্লেখযোগ্য কন্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র নতুন মালিক হতে পারে বলে জানা যাচ্ছে।
বেঙ্গালুরু : কেজিএফ, কান্তারা এবং সালার-এর মতো ব্লকবাস্টার ছবির জন্য পরিচিত উল্লেখযোগ্য কন্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র নতুন মালিক হতে পারে বলে জানা যাচ্ছে।
বর্তমান মালিক ডায়াজিও ইন্ডিয়া আইপিএল ২০২৬ মরসুমের আগে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে চায়। হোমবেল ফিল্মসের অধিগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আরসিবি এবং হম্বালে ফিল্মস—দু’টিই বেঙ্গালুরু-ভিত্তিক প্রতিষ্ঠান, ফলে ক্রীড়া ও বিনোদনের মধ্যে স্থানীয় সমন্বয় আরও জোরদার হবে।
যদিও এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই কন্নড় প্রযোজনা সংস্থা আরসিবির আংশিক মালিক হবে এবং মালিকানা পরিবর্তনটি সম্ভবত এই বছরই সম্পন্ন হবে।
advertisement
advertisement
হম্বালে ফিল্মস কারা?
২০১২ সালে বিজয় কিরাগান্দুর এবং চালুভে গৌড়া প্রতিষ্ঠিত হম্বালে ফিল্মস প্যান-ইন্ডিয়া সাফল্যের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ২০২৩ সাল থেকে আরসিবির অফিসিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে তাদের সহযোগিতা ছিল. ব্র্র্যান্ডের প্রোমো এবং এনগেজমেন্ট ক্যাম্পেইন তৈরি করত তারা।
এই মালিকানা পরিবর্তন হোমবেল ফিল্মসকে শুধু অংশীদার নয়, বরং সহ-মালিকের মর্যাদা দিচ্ছে। বিক্রয় প্রক্রিয়াটি ৩১ মার্চ, ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এর আগে আরসিবি আগামী আইপিএল মরসুমের জন্য একটি নতুন মালিকানা কাঠামো পাবে। অন্যান্য আগ্রহী ক্রেতাদের মধ্যে রয়েছে জেরোধা সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ, আদানি গ্রুপ, জেএসডব্লিউ গ্রুপ এবং সেরাম ইনস্টিটিউটের আদার পূনাওয়ালা-এর মতো উল্লেখযোগ্য নাম।
advertisement
আরও পড়ুন- বিপদ বাড়ল টিম ইন্ডিয়ার! ভয়ঙ্কর পেসারকে দলে নিল দক্ষিণ আফ্রিকা
ডিফেন্ডিং আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি আইপিএল ২০২৬ মিনি নিলামের আগে তাদের রিটেনশন ঘোষণা করেছে। ফ্র্যাঞ্চাইজি লিয়াম লিভিংস্টোন, লুঙ্গি এনগিডিকে ছেড়ে দিয়েছে। তবে ২০২৫ সালের আইপিএল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তাদের মূল খেলোয়াড়দের বেশিরভাগকেই ধরে রেখেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2025 4:52 PM IST

