Ind vs Sa 2nd Test : বিপদ বাড়ল টিম ইন্ডিয়ার! ভয়ঙ্কর পেসারকে দলে নিল দক্ষিণ আফ্রিকা, নাম শুনলেই হাঁটু কাঁপে ব্যাটারদের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind vs Sa : দুই ম্যাচের টেস্ট সিরিজে ০–১ ব্যবধানে পিছিয়ে ভারত। দ্বিতীয় তথা শেষ টেস্টে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। ২২শে নভেম্বর থেকে শুরু হবে গুয়াহাটি টেস্ট।
গুয়াহাটি : দুই ম্যাচের টেস্ট সিরিজে ০–১ ব্যবধানে পিছিয়ে ভারত। দ্বিতীয় তথা শেষ টেস্টে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। ২২শে নভেম্বর থেকে শুরু হবে গুয়াহাটি টেস্ট। সিরিজ ড্র করতে হলে এই ম্যাচে জয় দরকার ভারতের। তবে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের ঠিক আগে দক্ষিণ আফ্রিকা ভারতের উদ্বেগ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
প্রথম টেস্ট শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার শিবিরে যোগ দিয়েছেন ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি। তিনি দক্ষিণ আফ্রিকা থেকে কলকাতায় পৌঁছন। গুয়াহাটি টেস্টে তিনি খেলবেন বলে আশা করা যায়। চোটের কারণে প্রথম টেস্ট মিস করা এনগিডির ফিরে আসায় প্রোটিয়াদের বোলিং আক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। কাগিসো রাবাদাও কলকাতা টেস্টে খেলেননি। এনগিডি সম্ভবত তাঁর সঙ্গেই প্লেয়িং ইলেভেনে জায়গা পেতে পারেন। কলকাতা টেস্টে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৩০ রানে পরাজিত করেছিল।
advertisement
এনগিডির প্রত্যাবর্তন দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগাবে বলে আশা করা হচ্ছে। কিছুদিন ধরেই তিনি চোটে ভুগছিলেন। তবে সম্পূর্ণ ফিট হওয়ার পর তাঁকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। ভারতের বিরুদ্ধে শক্তিশালী বোলিং ব্যাক-আপের প্রয়োজন বিবেচনায় এটি একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
advertisement
গুয়াহাটি পিচ সাধারণত স্পিন-বান্ধব হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক ঘরোয়া ম্যাচগুলিতে পেসাররাও শুরুতে কিছু সহায়তা পেয়েছেন। পিচে যদি খানিকটা আর্দ্রতা থাকে, তবে ১৪৫+ কিমি/ঘণ্টা গতিতে বল করতে সক্ষম এনগিডির মতো বোলাররা ভারতের টপ অর্ডারের জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারেন।
advertisement
দক্ষিণ আফ্রিকা:
এডেন মার্করাম, রায়ান রিকেলটন, ভিয়ান মাল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টন স্টাবস, কাইল ভেরেইনে (উইকেটকিপার), মার্কো জানসেন, করবিন বশ, সাইমন হার্মার, কেশব মহারাজ, ডেওয়াল্ড ব্রেউস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, সেনুরান মুথুসামি এবং জুবাইর হামজা।
এডেন মার্করাম, রায়ান রিকেলটন, ভিয়ান মাল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টন স্টাবস, কাইল ভেরেইনে (উইকেটকিপার), মার্কো জানসেন, করবিন বশ, সাইমন হার্মার, কেশব মহারাজ, ডেওয়াল্ড ব্রেউস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, সেনুরান মুথুসামি এবং জুবাইর হামজা।
advertisement
ভারত:
শুভমান গিল (অধিনায়ক, গুয়াহাটি টেস্টে অনিশ্চিত), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক, গুয়াহাটি টেস্টে অধিনায়ক হতে পারেন), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ।
শুভমান গিল (অধিনায়ক, গুয়াহাটি টেস্টে অনিশ্চিত), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক, গুয়াহাটি টেস্টে অধিনায়ক হতে পারেন), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2025 2:18 PM IST

