Ronaldo vs Young Boys : সুইস দলের বিরুদ্ধে আজ নতুন চ্যালেঞ্জ রোনাল্ডোর

Last Updated:

Ronaldo enjoys training before Manchester United clash against Young Boys . পরিসংখ্যান বলছে, ইয়ং বয়েজের বিরুদ্ধে দু’টি ম্যাচেই জিতেছে ম্যাঞ্চেস্টারের ক্লাবটি। কোচ সোলকজারের কথায়, ‘রোনাল্ডোর মতো ফুটবলার যে কোনও দলের সম্পদ। ও আসায় বাকি ফুটবলাররাও দারুণ উজ্জীবিত হয়েছে

তারপর ক্রমশই ব্যর্থতা সঙ্গী হয়েছে তাদের। তবে এবার সিআরসেভেনের অন্তর্ভুক্তি আবার ইউরোপ সেরার স্বপ্ন দেখাচ্ছে ‘রেড ডেভিলস’ (Red Devils) সমর্থকদের। চলতি প্রিমিয়ার লিগেও দারুণ ছন্দে রয়েছে ম্যান ইউ। ৪ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে শীর্ষে তারা। পরিসংখ্যান বলছে, ইয়ং বয়েজের বিরুদ্ধে দু’টি ম্যাচেই জিতেছে ম্যাঞ্চেস্টারের ক্লাবটি। কোচ সোলকজারের (Ole Gunnar Solskjaer) কথায়, ‘রোনাল্ডোর মতো ফুটবলার যে কোনও দলের সম্পদ। ও আসায় বাকি ফুটবলাররাও দারুণ উজ্জীবিত হয়েছে। তবে এখন ওর বয়স ৩৬ বছর। এই ব্যাপারটিও আমাদের মাথায় রাখতে হবে। প্রয়োজনে মাঝেমধ্যে দেওয়া হতে পারে বিশ্রামও।’
advertisement
advertisement
চোটের জন্য মার্কাস র‌্যাসফোর্ড, স্কট ম্যাকটমিনে ও এডিনসন কাভানি এই ম্যাচে নেই। অন্যদিকে, ম্যাঞ্চেস্টার ইউনইেটেডের বিরুদ্ধে ২০১৮-১৯ মরশুমে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইয়ং বয়েজ (Young Boys)। সুইস দলটির কোচ ডেভিড ওয়াগনার বলেন, ‘গতবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রপ পর্বে দু’বারই হেরেছিলাম আমরা। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি। ওদের চ্যালেঞ্জ জানাতে আমরা প্রস্তুত।’
advertisement
রোনাল্ডো এই ম্যাচে খেলবেন সেটা নিশ্চিত। কিন্তু তাঁকে প্রথম থেকে ব্যবহার করা হবে, নাকি দ্বিতীয়ার্ধে নামানো হবে সেটা নিশ্চিত নয়। ধারেভারে ইউনাইটেড অনেক এগিয়ে থাকলেও সুইস দলকে হালকা করে দেখতে নারাজ ম্যান ইউ ম্যানেজার ওলে গুনার সুলশার। নিজেদের ঘরের মাঠে সুইস দলটি যথেষ্ট লড়াই করবে মনে করেন তিনি। তবে রোনাল্ডো ছাড়াও অন্য পর্তুগিজ ব্রুনো ফার্নান্দেজ (Bruno Fernandes) দুর্দান্ত ছন্দে রয়েছেন।
advertisement
এছাড়া গ্রিনউড, পোগবা, মার্শাল - সকলেই গোল করার ক্ষমতা রাখেন। ইউনাইটেড প্রথম থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে গোল তুলে নিতে চাইবে। লাল জার্সিধারীদের পক্ষে সবচেয়ে আনন্দের খবর রোনাল্ডো চলে আসার পর টিম স্পিরিট এক ধাক্কায় যেন অনেকটা বেড়ে গিয়েছে। ড্রেসিংরুমে সবাই আনন্দে আছেন, মজা করছেন। এটাই রোনাল্ডো ম্যাজিক। প্রাক্তন কিংবদন্তি ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন মনে করেন পর্তুগিজ তারকার বড় মঞ্চে খেলার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে ইউনাইটেড।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ronaldo vs Young Boys : সুইস দলের বিরুদ্ধে আজ নতুন চ্যালেঞ্জ রোনাল্ডোর
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement