শনিবার আইএসএলে অভিযান শুরু ATK-র, কী বললেন সৌরভ
Last Updated:
#কলকাতা: শনিবার এটিকে-র বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে কেরালা ব্লাস্টার্স ৷ আইএসএলের পঞ্চম মরশুমে ঘুরে দাঁড়ানোর হাতছানি কলকাতার দলটির সামনে ৷ আইএসএলের দু‘মরশুমের চ্যাম্পিয়ন হলেও গতবার বেশ খারাপ পারফরম্যান্স ৷
তাই এবার আর কোনও ভুল করতে চায় না এটিকে ৷ তবে প্রথম ম্যাচের আগে বেশ কিছু চোট আঘাতের অসুবিধা অবশ্য রয়েছে ৷ চোটের কারণে নেই প্রবীর দাস ও অর্ণব মন্ডল ৷ তবে তা নিয়ে ভাবতে রাজি নন এটিকে কোচ স্টিভ ক্যাপেলো ৷
প্রথম ম্যাচে অলআউট যাওয়ার মন্ত্রেই তিনি নামাবেন দলকে ৷ ঘরের মাঠে তিন পয়ন্টে পাখির চোখ ৷ কোচের মুখে এতটা আগ্রাসন থাকলেও দলের কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য জল মেপে নিয়েই ঝাঁপাতে চাইছেন ৷ আসলে গত মরশুমের অভিজ্ঞতার পর সাবধানী দাদা ৷ তিনি জানিয়েছেন, ‘‘বড় দিনের জন্যে আমরা তৈরি হচ্ছি , ফুলহ্যামের মতো বড় দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলেছি ৷ এই টুর্নামেন্টেও সব দলই কঠিন প্রতিপক্ষ ৷ প্রস্তুতি বেশ ভালোই হয়েছে ৷ ’’
advertisement
advertisement
এছাড়াও দাদা আরও বলেছেন, ‘‘দল তৈরি হচ্ছে , আইএসএলে বিভিন্ন কোচ বিভিন্ন ফর্মাট ৷ দলের বিভিন্ন প্লেয়ার যান আবার নতুন প্লেয়ার আসেন , দল ধীরে ধীরে দানা বাঁধে ৷ ভালো পারফরম্যান্স হলে অনেক সুবিধা হয় ৷ আশা করা যায় এবারেও ভালো করে সবকিছু নিজেদের দিকে ঘুরিয়ে নিতে পারব ৷
advertisement
এদিকে গত মরশুমে এটিকে -র খারাপ পারফরম্যান্সের জন্য দর্শক সমাগম বেশ অনেকটাই কমেছিল তাই এবার দাদা আগে থেকেই দর্শকদের মাঠে আনতে বিশেষ বার্তা দিয়েছেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2018 7:45 PM IST