India vs Bangladesh: লিটন ছাড়া জ্বললেন না কেউই, ভারতের টার্গেট ২২৩
Last Updated:
#দুবাই: এশিয়া মহাদেশে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে ভারতের সামনে ২২৩ রানের টার্গেট ৷ ২০১৬ সালের এশিয়া কাপেও মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ ৷ এবারও ঠিক তাই হয়েছিল ৷ লিটন দাসের দুর্দান্ত ১২১ রানের ইনিংস ছাড়া বাংলাদেশের পক্ষে সেভাবে কিছুই গেল না ৷ প্রথম উইকেট জুটিতে ১২০ রান ওঠার পরেও পুরো ওভার খেলতে পারল না বাংলাদেশ ৷ ৪৮.৩ ওভারে ২২২ করে তারা ৷ ভারতের হয়ে কুলদীপ যাদব ৩ টি কেদার যাদব ২ টি উইকেট নেন ৷