East Bngal: এবার বিদেশে দাপট লাল-হলুদ মহিলা ব্রিগেডের! এএফসির মূল পর্বে ইস্টবেঙ্গল
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
East Bengal Womens Team: দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে চমক দেখাল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। প্রথমবারেই তারা জায়গা করে নিল এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে চমক দেখাল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। প্রথমবারেই তারা জায়গা করে নিল এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে। রবিবার কম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে হংকংয়ের কিটচি এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামেন লাল-হলুদ ব্রিগেড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ইস্টবেঙ্গল। ম্যাচের নবম মিনিটেই সাফল্য আসে লাল-হলুদের মহিলা ব্রিগেডের। সঙ্গীতা বাসফোর গোল করেন ইস্টবেঙ্গলের হয়ে। কল্যাণীর এই তরুণী ফাজিলা ইকওয়াপুটের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কিটচি এফসি। একের পর এক আক্রমণ গড়ে তোলে দলটি। চাপ বাড়ে লাল-হলুদ রক্ষণে। ম্যাচের ৫৯ মিনিটে হো মুই মেই-এর গোলে সমতা ফেরায় তারা। এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের মুখ আর খোলেনি। ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয় ম্যাচটি।
advertisement
advertisement
তবুও গ্রুপের শীর্ষে থেকেই মূল পর্বে জায়গা করে নেয় ইস্টবেঙ্গল। এটাই তাদের প্রথম আন্তর্জাতিক অভিযান এবং সেখানেই সাফল্য ধরা দিল। ওড়িশা এফসির পর ইস্টবেঙ্গল দ্বিতীয় ভারতীয় মহিলা দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করল। ভারতীয় মহিলা ফুটবলের ইতিহাসে এই অর্জন নিঃসন্দেহে গর্বের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2025 11:23 PM IST