জোর ধাক্কা! ছিটকে গেলেন দুই ভারতীয় তারকা ব্যাটার, কারা হলেন তাদের বদলি?

Last Updated:

2 Star Indian Player Ruled Out: চলমান দলীপ ট্রফির সেমি-ফাইনাল পর্ব শুরুর আগে বড় ধাক্কা খেলো দুই শক্তিশালী দল – ওয়েস্ট জোন এবং সেন্ট্রাল জোন।

News18
News18
চলমান দলীপ ট্রফির সেমি-ফাইনাল পর্ব শুরুর আগে বড় ধাক্কা খেলো দুই শক্তিশালী দল – ওয়েস্ট জোন এবং সেন্ট্রাল জোন। মুম্বইয়ের সরফরাজ খান ও উত্তরপ্রদেশের ধ্রুব জুরেল চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকে ছিটকে গেলেন চোটের কারণেই এই ধাক্কা। সরফরাজ কোয়াড্রিসেপসে চোট পেয়েছেন, আর জুরেল এখনও গ্রোইনের চোট থেকে পুরোপুরি সুস্থ হননি। এর ফলে তারা দুজনেই সেমি-ফাইনালে অংশ নিতে পারবেন না।
ওয়েস্ট জোনের হয়ে খেলার কথা ছিল ফর্মে থাকা সরফরাজের, যিনি বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টে টানা দুটি সেঞ্চুরি করে দুর্দান্ত ছন্দে ছিলেন। কিন্তু হরিয়ানার বিরুদ্ধে সেঞ্চুরি করার সময়ই চোট পান তিনি, যার ফলে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গেছে। ফলে, এমনকি যদি ওয়েস্ট জোন ফাইনালে পৌঁছায়, তবুও সরফরাজ আর খেলতে পারবেন না। তার বদলি হিসেবে দলে ঢুকতে পারেন বরোদার ব্যাটার শিবালিক শর্মা।
advertisement
ধ্রুব জুরেলের জায়গায় সেন্ট্রাল জোনে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার উপেন্দ্র যাদবকে। যাদব এর আগে ৪১.৪০ গড়ে ২,৪৮৪ রান করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে, যার মধ্যে রয়েছে সাতটি শতরান ও ১২টি অর্ধশতরান। অন্যদিকে, শিবালিক শর্মা ৪৩.৪৮ গড়ে ১,০৮৭ রান করেছেন ১৮টি ম্যাচে। দুটি দলের পক্ষেই এই পরিবর্তন ব্যাটিং অর্ডারে বড় প্রভাব ফেলতে পারে।
advertisement
advertisement
এছাড়াও, সেমি-ফাইনালের সময় ভারতীয় টি২০ দলের সঙ্গে এশিয়া কাপের প্রস্তুতির জন্য সংযুক্ত আরব আমিরাশাহিতে রওনা হবেন কুলদীপ যাদব ও তিলক বর্মা। ফলে তারাও যথাক্রমে সেন্ট্রাল ও সাউথ জোনের হয়ে সেমি-ফাইনালে অংশ নিতে পারবেন না। গুরুত্বপূর্ণ এই চার তারকার অনুপস্থিতি দলীপ ট্রফির সেমি-ফাইনালের লড়াইকে অনেকটাই সমীকরণে বদলে দেবে বলে মনে করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/খেলা/
জোর ধাক্কা! ছিটকে গেলেন দুই ভারতীয় তারকা ব্যাটার, কারা হলেন তাদের বদলি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement