হোম /খবর /খেলা /
খারাপ পারফরম্যান্সের জের, পদত্যাগ করলেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াজ

Manuel Diaz Resigns: খারাপ পারফরম্যান্সের জের, পদত্যাগ করলেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াজ

এসসি ইস্টবেঙ্গল কোচের পদ ছাড়লেন ম্যানুয়েল দিয়াজ৷

এসসি ইস্টবেঙ্গল কোচের পদ ছাড়লেন ম্যানুয়েল দিয়াজ৷

আইএসএল আট ম্যাচ খেলে ফেললেও এখনও জয় অধরা ইস্টবেঙ্গলের৷ চার পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে লাল হলুদ শিবির (SC East Bengal Coach Manuel Diaz Resigns)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: প্রত্যাশিত ভাবেই আইএসএল-এর (ISL 2021) মাঝপথেই এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ম্যানুয়েল দিয়াজ (Manuel Diaz Resigns)৷ দলের ক্রমাগত খারাপ পারফরম্যান্সের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েই সরলেন দিয়াজ৷ স্পেনীয় কোচ নিজে না সরলে তাঁকে হয়তো বরখাস্ত করা হত৷ সেই ইঙ্গিত পেয়ে নিজে থেকেই সরে দাঁড়ালেন ইস্টবেঙ্গল কোচ৷

আইএসএল আট ম্যাচ খেলে ফেললেও এখনও জয় অধরা ইস্টবেঙ্গলের৷ চার পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে লাল হলুদ শিবির৷ দু' একটি ম্যাচ বাদ দিলে প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে দল৷ সবথেকে বড় কথা, দিয়াজের দল নির্বাচন নিয়েই বার বার প্রশ্ন উঠছিল৷ কোচের সঙ্গে ফুটবলারদের সম্পর্কের প্রভাবও পড়ছিল দলের পারফরম্যান্সে৷ এই পরিস্থিতিতে দিয়াজের সরে যাওয়া ছিল সময়ের অপেক্ষা৷

আরও পড়ুন: রয় কৃষ্ণর পরিবর্তে কোরোর নাম, এশিয়ান ডিফেন্ডার নিতে পারে মোহনবাগান

দিয়াজের পরিবর্ত কে হবে, এখন সেটাই প্রশ্ন লাল হলুদ সমর্থকদের মনে সবথেকে বড় প্রশ্ন৷ ইতিমধ্যেই উঠে এসেছে লাল হলুদে অতীতে কোচিং করিয়ে যাওয়া এলকো শাতোরি, মারিও রিভারাদের নাম৷ এ ছাড়াও বেশ কয়েকজন স্প্যানিশ কোচের সিভি-ও খতিয়ে দেখছেন টিম ম্যানেজমেন্টের কর্তারা৷ শেষ পর্যন্ত নতুন কোচের হাত ধরে নতুন বছরে লাল হলুদ মশাল জ্বলে কি না, সেটাই এখন দেখার৷

আরও পড়ুন: করোনা ভাইরাসের ত্রাস ফুটবল মাঠে, একের পর এক ম্যাচ বাতিল প্রিমিয়ার লিগে

মাত্র কয়েক দিন আগেই ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়িয়েছিলেন এটিকে মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস৷ নতুন কোচের হাত ধরে জয়ের সরণীতে ফিরেছে এটিকে মোহনবাগান৷ তবে লাল হলুদের ব্যাটন যাঁর হাতেই যাক না কেন, তাঁর কাজটা আরও অনেক বেশি কঠিন হতে চলেছে৷ তার উপর পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে দলের এ বছরের সেরা বিদেশি পেরোসেভিচকে৷ সবমিলিয়ে লাল হলুদের টালমাটাল পরিস্থিতি কাটছে না৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: SC East Bengal