ATK Mohun Bagan Coro : রয় কৃষ্ণর পরিবর্তে কোরোর নাম, এশিয়ান ডিফেন্ডার নিতে পারে মোহনবাগান

Last Updated:

Ferran Corominas to replace Roy Krishna in ATK Mohun Bagan. জানুয়ারিতে মোহনবাগান ছাড়ছেন রয় কৃষ্ণ? কৃষ্ণর বদলে কী বাগানে আসছেন কোরো ?

কৃষ্ণর বদলে কী বাগানে আসছেন কোরো ?
কৃষ্ণর বদলে কী বাগানে আসছেন কোরো ?
তাই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কয়েকটা বদলের ভাবনায় আছে টিম ম্যানেজমেন্ট। কোচ পরিবর্তন হল, এবার দলের চালিকাশক্তিতে কি পরিবর্তন আসন্ন? জানা গিয়েছে, ওশিয়ানিয়া গ্রুপে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য এটিকে মোহনবাগানের তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণাকে ফিজিতে ফিরতে হবে। এই নিয়ে ক্লাবে ফিজি ফুটবল ফেডারেশনের তরফ সরকারিভাবে কোনও চিঠি না এলেও, মৌখিকভাবে কথা হয়ে গিয়েছে।
advertisement
advertisement
সম্ভবত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ফিজির উদ্দেশ্যে উড়ে যাবেন রয় কৃষ্ণা। ফলে রয়ের পরিবর্ত হিসেবে কে আসবেন? এই নিয়ে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে বিকল্প তৈরি। শোনা যাচ্ছে, এগিয়ে রয়েছেন আইএসএলের ইতিহাসের অন্যতম সেরা বিদেশি ফেরান কোরোমিনাস। এফসি গোয়ার হয়ে গোল্ডেন বল জিতেছেন কোরো, ৫৭ ম্যাচে ৪৮ গোল রয়েছে এই স্প্যানিশ ফরোয়ার্ডের।
advertisement
কোচ জুয়ান ফেরান্ডোরও পছন্দ কোরোকে। ৩৮ বছরের এই ফুটবলার সদ্য স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো বেলারেসে খেলেছেন। ফলে রয় কৃষ্ণার জায়গায় কোরোকে আনতে পারে এটিকে মোহনবাগান। হুগো-কোরোর যুগলবন্দীতে নিঃসন্দেহে ম্যাজিকে ভর্তি থাকবে এটিকে মোহনবাগানের খেলার স্টাইলে। জানা গিয়েছে ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দেবে ক্লাব।
তিনি নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। শেষদিকে তাকে ব্যবহার করা হচ্ছে। ডেভিডের কাছে অন্য ক্লাবের অফার আছে। তার পরিবর্তে একজন এশিয়ান ডিফেন্ডার নিতে পারে এটিকে মোহনবাগান। তিরি ফিট হয়ে ফিরে এসেছেন। কিন্তু তার পাশে ভারতীয় ডিফেন্ডার সেভাবে ভরসা দিতে পারছেন না।
advertisement
তাই বুমূ, জনি, কৃষ্ণ অথবা তার বদলে কোনও বিদেশি স্ট্রাইকার হাতে থাকছে। তাই একজন এশিয়ান ডিফেন্ডার এলে ডিফেন্স মজবুত হবে। তবে হাতে সময় কম। যা করার দ্রুত করতে হবে।
বাংলা খবর/ খবর/খেলা/
ATK Mohun Bagan Coro : রয় কৃষ্ণর পরিবর্তে কোরোর নাম, এশিয়ান ডিফেন্ডার নিতে পারে মোহনবাগান
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement