EPL: করোনা ভাইরাসের ত্রাস ফুটবল মাঠে, একের পর এক ম্যাচ বাতিল প্রিমিয়ার লিগে

Last Updated:

করোনা ভাইরাসের (Coronavirus) মামলা আসার পর ইংলিশ প্রিমিয়ার লিগ (England Premier League) ফুটবলের কিছু আরও ম্যাচ স্থগিত করে দেওয়া হল৷

 england premier league
england premier league
#লন্ডন: লিডস ও বোল্বরহৈম্পটন দল করোনা ভাইরাসের (Coronavirus) মামলা আসার পর ইংলিশ প্রিমিয়ার লিগ (England Premier League) ফুটবলের কিছু আরও ম্যাচ স্থগিত করে দেওয়া হল৷ অ্যাস্টন ভিলা-র বিরুদ্ধে লিডসের ঘরোয়া ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে৷ এর আগে লিভারপুলের বিরুদ্ধে রবিবারের ম্যাচও স্থগিত করে দেওয়া হয়েছিল৷ বোল্বরহৈম্পটন আর আর্সেনালের ম্যাচ মঙ্গলবারও স্থগিত করে দেওয়া হয়েছে৷
রবিবার ওয়াটফোর্ডের বিরুদ্ধে ঘরোয়া ম্যাচে খেলা হয়নি৷
advertisement
ইংলিশ প্রিমিয়ার লিগে (Coronavirus and EPL) এখন আড়াই সপ্তাহ ১৫ ম্যাচ রদ হয়েছে৷ ফুটবলাররা পজিটিভ হচ্ছেন একের পর এক৷ ফুটবলাররা পজিটিভ (Coronavirus) হওয়ার পরেই কাছাকাছি আসা মানুষদের যাদের টিকাকরণ হয়নি তাদের কোয়ারেন্টাইনে রাখছে৷ করোনা ভাইরাস (Coronavirus) মামলায় কারণে একের পর এক ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে৷ এরই মধ্যে ৫ ম্যাচে ২৬ গোল হয়েছে৷কিন্তু এখনও খেতাবের দৌড়ে রয়েছে তাদের সমীকরণ বদলায়নি৷
advertisement
গত চ্যাম্পিয়নের ৬ অঙ্ক
ম্যানচেস্টার সিটি লিসেস্টর বিরুদ্ধে ৬-৩ গোলে জয় পেয়েছে৷ দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল লিডসের বিরুদ্ধে করোনা সংক্রমণে স্থগিত করে দেওয়া হয়েছে৷ চেলসি - অ্যাস্টনভিলার বিরুদ্ধে ৩-১ জিতেছে৷ স্ট্রাইকরেট রোমেলু লুকাকু গোল করেন৷ চেলসি এবং লিভারপুল এখন সমান অঙ্ক৷ তাকে ৬ অঙ্ক পিছনে আর্সেনাল রয়েছে৷ তারা নরউইচকে ৫-০ হারায়৷
advertisement
টটেনহ্যাম - ক্রিস্টাল প্যালেস ৩-০ জিতেছে৷ তাদের ম্যাচ করোনা ও বরফপাতের কারণে স্থগিত হয়ে যায়৷
বাংলা খবর/ খবর/খেলা/
EPL: করোনা ভাইরাসের ত্রাস ফুটবল মাঠে, একের পর এক ম্যাচ বাতিল প্রিমিয়ার লিগে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement