’83’ Box Office Collection: বক্স অফিসে কেমন ব্যাটিং রণবীর-দীপিকার ৮৩-র, কামাই হল কত

Last Updated:

’83’ Box Office Collection: ২৪ ডিসেম্বর ভারতে ৮৩ (’83’) - প্রায় ৩৭৪১ স্ক্রিনে রিলিজ হয়েছে৷

83 box office collection
83 box office collection
#কলকাতা: রণবীর সিং (Ranveer Singh)  এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ফিল্ম ৮৩ লম্বা সময়ের অপেক্ষার পর রিলিজ হয়েছে৷ রণবীর ও দীপিকার বিয়ের পর একসঙ্গে স্ক্রিনে ফেরত এসেছেন৷ বিয়ের দীপবীর জুটির এটা একসঙ্গে প্রথম সিনেমা৷ ২৪ ডিসেম্বর ভারতে ৮৩ (’83’) - প্রায় ৩৭৪১ স্ক্রিনে রিলিজ হয়েছে৷ ফিল্মের কাহিনী ক্রিকেটের গল্পের সঙ্গে যুক্ত৷ তাই দর্শকদের এই ছবিকে ঘিরে বাড়তি আগ্রহ৷ ফিল্ম ১৯৮৩-র ওয়ার্ল্ড কাপ জয়ের ওপরে ভিত্তি করে তৈরি হয়েছে৷ ফিল্ম টক্কর দিতে হবে স্পাইডার ম্যান ও পুষ্পা-র সঙ্গে৷ এছাড়াও রয়েছে অক্ষয় কুমার, সারা আলি, ধনুষ অভিনীত অতরঙ্গি রে ছবি৷ ৮৩ -র রিলিজের পর সমস্ত মানুষের নজর রয়েছে এই ছবির বক্স অফিস কালেকশনের দিকে৷ ফিল্ম থেকে আশা ছিল সূর্যবংশী ছবির রিলিজ ডেটের বক্স অফিস কালেকশনকে ভেঙেচুরে দেবে৷ কিন্তু রণবীর সিংয়ের ৮৩ তা করতে পারেনি৷
ক্রিসমাসের ছুটির কারণে ছবির ফায়দা
ফিল্ম ৮৩ কে (’83’) নিয়ে যেভাবে উন্মাদনা তৈরি হয়েছিল তা দেখে মনে হয়েছিল বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙেচুরে যাবে৷ কিন্তু ছবির প্রযোজকরা প্রত্যাশামতো ফল পায়নি৷ মেট্রো শহর অর্থাৎ মুম্বই, দিল্লি-এনসিআর, কলকাতা এবং বেঙ্গালুরুতে এই ফিল্মের ভালো শুরু হয়েছে৷ কিন্তু ছোট শহরে এই ছবি প্রত্যাশার থেকে ১০-৩০ শতাংশ কম ফল লাভ করছে৷ তবে মনে করা হচ্ছে ক্রিসমাসের ছুটিতে এই সিনেমার বক্স অফিস কালেকশন ভালো হবে৷
advertisement
advertisement
ছবির প্রথমদিন ঠিকঠাক ওপেনিং
বক্স অফিসে ৮৩-র প্রথম দিনের আয়ের কথা বললে ১৪-১৫ কোটি টাকা আয় হয়েছে৷ বক্স অফিসে বর্তমান স্পাইডারম্যান ও পুষ্পা জোরদার ব্যবসা করছে৷ এই অবস্থায় ৮৩ শুরু ভালো হয়েছে মনে করা হচ্ছে৷ মনে করা হচ্ছে উইকএন্ডের টাকার হিসেব সামনে এলে দেখা যাবে রিলিজের দিনের থেকে অনেকটা বেশি লাভ হয়েছে৷ যদিও আশা ছিল সূর্যবংশীর প্রথম দিনের বক্স অফিসের আয়কে ছাপিয়ে যাবে এই সিনেমা কিন্তু সেটা হয়নি৷ সূর্যবংশী ২৬ কোটি টাকার কালেকশন করেছিল৷
advertisement
’83’ - ১৯৮৩-র বিশ্বকাপ ভারতের বিজয় গাথা
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ছবি ’83’  ভারতের ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের আধারে তৈরি৷ রণবীর সিং কপিল দেবে-র ভূমিকায় এবং দীপিকা পাড়ুকোন তাঁর স্ত্রী রোমি-র ভূমিকায় অভিনয় করেছেন৷ ফিল্মে তাঁরা ছাড়া চিরাগ প্যাটেল, দিনকর শর্মা, সাহিল খট্টররাও অভিনয় করেছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
’83’ Box Office Collection: বক্স অফিসে কেমন ব্যাটিং রণবীর-দীপিকার ৮৩-র, কামাই হল কত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement