হার্দিক পান্ডিয়াকে আইপিএল ২০২২ -র জন্য রিটেন করেনি মুম্বই ইন্ডিয়ান্স৷ কিন্তু এই ক্রিকেটের খারাপ খবরের সময়ে ফের কি পরিবারের পক্ষ থেকে ভালো খবর আসতে চলেছে হার্দিক পান্ডিয়ার ঘরে৷ নাতাশা অগ্যস্তের জন্মের অল্প সময়ের মধ্যেই পুরনো টানটান ফিগারে ফিরেছিলেন, কিন্তু ক্রিসমাসের (Christmas)সেলিব্রেশনের এই ছবিতে নাতাশাকে দেখে সকলেরই প্রশ্ন ফের কি প্রেগন্যান্ট (Natsha Stankovic Pregnant) নাতাশা স্ট্যানকোভিচ (Natsha Stankovic), অর্থাৎ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya Wife Pregnant Again)কি ফের বাবা হতে চলেছেন৷ (PC: hardik pandya instagram)