বাঁকুড়ার ছেলের এবার দিল্লি জয়ের স্বপ্ন, বাংলার এই খুদে খেলোয়াড় যাচ্ছে রাজধানীতে

Last Updated:

বাঁকুড়ার ছেলে। আত্মরক্ষার খাতিরে শুরু করেছিল ক্যারাটে শেখা। কেটেছে সাত বছর। সাত বছর পর যেটা আত্মরক্ষার জন্য শুরু হয়েছিল সেই খেলায় গোটা রাজ্য মাত করে ফেলেছে সে। বাঁকুড়ার ছেলে ঈশান হেমব্রম।

+
ক্যারাটে

ক্যারাটে

বাঁকুড়া: বাঁকুড়ার ছেলে। আত্মরক্ষার খাতিরে শুরু করেছিল ক্যারাটে শেখা। কেটেছে সাত বছর। সাত বছর পর যেটা আত্মরক্ষার জন্য শুরু হয়েছিল সেই খেলায় গোটা রাজ্য মাত করে ফেলেছে সে। বাঁকুড়ার ছেলে ঈশান হেমব্রম। রাজ্যস্তরে ২০২৪ সালের সাম্প্রতিক দ্বিতীয় স্থান অধিকার করেছে ক্যারাটেতে। অনূর্ধ্ব১৪ বিভাগের হয়ে এবার দিল্লিতে ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে ঈশান।
কুমিতেতে, ৬৩ কেজি বিভাগে রাজ্যের হয়ে খেলার যোগ্যতা অর্জন করে ইস্ট ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলায় অংশ গ্রহণ করেছিল ঈশান। তাতে অন্য রাজ্যকে হারিয়ে রুপোর পদক জয়লাভ করে সে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর মাসের ২৭ থেকে ২৯ তারিখ, বিহার, পাটনাতে।
আরও পড়ুন- নিজের চোখে তো অনেক দেখলেন, এবার দার্জিলিং দেখুন ৭০০০ফিট ওপর থেকে
ঈশানের কোচ সেনসাই উজ্জ্বল কান্তি হেমব্রম বলেন, “ছাত্রের সাফল্যে আমি খুশী। রাজ্যে ইস্ট ইন্ডিয়া ক্যারাটে এসোসিয়েশন এর মত মোট পাঁচটি জোন আছে। জোনে চ্যাম্পিয়ন হয়ে যারা সোনা অথবা রুপোর মেডেল অর্জন করে,তারা ন্যাশনাল খেলায় সুযোগ পায়। ঈশানও এর পর দিল্লী যাবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে।”
advertisement
advertisement
আরও পড়ুন- বড়দিন উপলক্ষে সান্তাক্লজ, আলোর রোশনাইয়ে সেজে উঠবে শহর! দেখুন প্রস্তুতি…
ঈশানের মা নমিতা হেমব্রম বলেন, “ছেলের এই সাফল্যে আমি গর্বিত। সাত বছর ধরে ছেলে প্র্যাকটিস করছে কাটজুরিডাঙ্গা সরস্বতী ক্লাবে, ক্লাস কখনওই বন্ধ করেনি ও যখনই প্র্যাকটিস করতে বলি তখনই প্র্যাকটিস করে।” ঈশান যে অর্গানাইজেশনে প্র্যাকটিস করে তার নাম (গ্লোবাল শতোকান ক্যারাটে এসোসিয়েশন অফ বাঁকুড়া)। ঈশানের দিল্লীতে খেলা আছে ১৩ ডিসেম্বর। যার জন্য চলছে জোর প্রস্তুতি।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাঁকুড়ার ছেলের এবার দিল্লি জয়ের স্বপ্ন, বাংলার এই খুদে খেলোয়াড় যাচ্ছে রাজধানীতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement