Christmas 2024: বড়দিন উপলক্ষে সান্তাক্লজ, আলোর রোশনাইয়ে সেজে উঠবে শহর! চূড়ান্ত ব্যস্ততা, দেখুন!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Christmas: ২৪ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে উদযাপন। সেদিন বিকেল পাঁচটা থেকে এয়ারভিউ মোড়ে শুরু হবে অনুষ্ঠান। একাধিক মিশনারি স্কুল, যাদের ব্যান্ড রয়েছে, আমন্ত্রণ জানানো হবে তাঁদের।
শিলিগুড়ি: বড়দিন উপলক্ষ্যে সান্তাক্লজ, রোশনাইয়ে সাজতে চলেছে শহর শিলিগুড়ি। প্রতিবছর বড়দিন উপলক্ষ্যে আলোয় মুড়ে যায় শিলিগুড়ি। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলির পাশাপাশি প্রথম মহানন্দা সেতু সংলগ্ন আইল্যান্ড সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে শহরকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়ে যাবে। থাকবে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত। পুরনিগমের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়। চমক থাকছে এবছরও। শহর সাজানো হবে হরেকরকমের আলো, সান্তাক্লজের মডেল দিয়ে। বিশেষ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন- মমতার পর বাংলার মসনদে কে? উত্তরসূরি কে হবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি বড়দিনের আয়োজন নিয়ে পুরনিগমের পদাধিকারীরা প্রস্তুতি বৈঠকে বসেছিলেন। ২৪ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে উদযাপন। সেদিন বিকেল পাঁচটা থেকে এয়ারভিউ মোড়ে শুরু হবে অনুষ্ঠান। একাধিক মিশনারি স্কুল, যাদের ব্যান্ড রয়েছে, আমন্ত্রণ জানানো হবে তাদের। যোগাযোগ করা হচ্ছে চার্চগুলোর সঙ্গেও। শিশুদের মধ্যে বিতরণ করা হবে কেক। এ বিষয়ে এদিন মেয়র গৌতম দেব জানান, প্রত্যেক বছরের মত এবছর খুব বড় আকারে না হলেও ২৫শে ডিসেম্বর ও ১লা জানুয়ারির আগে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাকে আলোকিত করে তোলা হবে ও এই বিষয়ে অন্যান্য আধিকারিকদের সাথেও কথা বলেছেন মেয়র।
advertisement
advertisement
বড়দিন কে সামনে রেখে ডেকোরেশন চলবে। যা নতুন বছরের ১ তারিখ পর্যন্ত রাখা হবে। থিম রাখা হচ্ছে বড়দিন কে কেন্দ্র করেই। সেক্ষেত্রে নৌকা ঘাট মোড়, মেডিক্যাল মোড়-সহ প্রথম মহানন্দ সেতুর দুই পাশে থাকা আইল্যান্ডগুলিকে সাজানো হবে । এছাড়াও এয়ার ভিউ মেরে অনুষ্ঠানের ও আয়োজন থাকবে ২৪শে ডিসেম্বর। বড়দিনের আধুনিক ক্রিসমাস বল, স্টার, সান্তাক্লজ , ঘোড়ার গাড়ি, গিফটের বক্সের আদলে সাজানো হবে। সব মিলিয়ে ক্রিসমাসের ফ্লেভার লাগতে চলেছে শহর শিলিগুড়িতে রোশনাই শান্তা ক্লজের সাজছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়-সহ এলাকাগুলি।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2024 10:21 PM IST