Mamata Banerjee Interview: মমতার পর বাংলার মসনদে কে? উত্তরসূরি কে হবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Last Updated : কলকাতা
Mamata Banerjee Interview: উপনির্বাচনে সদ্য ছক্কা হাঁকিয়েছে তৃণমূল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়েও আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব মজুমদার, নিউজ18 নেটওয়ার্কের এডিটর ইস্ট-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো। দেশ জুড়ে চর্চায় মহিলা ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় একাই ১০০ কী ভাবে হলেন রাজ্যে? তা নিয়েই অকপট প্রশ্ন এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের। কী জবাব মমতার? তিনি জানালেন,ধাক্কা খেতে খেতে এই জায়গায় পৌঁছেছেন। সব কিছু কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। মমতার কথায়, “মায়েরা যখন সংসার চালান তাঁরা ঠিক করে নেন, কত অর্থ আছে সেই অনুযায়ী কী ভাবে চালাবেন। বাজেট বড় কথা। আমাকেও তেমন হিসেব করে করতে হয়েছে। যতটুকু সম্ভব হয়েছে করেছি। যদি সামর্থ থাকলে আরও করতাম। শুধু প্রতিশ্রুতি নয়, কাজটুকু করে যেতে চেয়েছি। আমি সাধারণ মানুষ। কথা দিয়ে কথা রাখতে চেয়েছি।” মমতা সাফ জানালেন, “উত্তরসূরি কে হবে, দল ঠিক করবে৷ মানুষ আছেন, দলীয় কর্মীরা আছেন৷ মানুষ ছাড়া কিছুই সম্ভব নয়৷ বার্তা খুব পরিষ্কার তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল৷ আমিত্ব কাজ করবে না৷ দল ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে৷ এখানে আমিত্ব কাজ করবে না৷”
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Mamata Banerjee Interview: মমতার পর বাংলার মসনদে কে? উত্তরসূরি কে হবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
advertisement
advertisement