Siliguri News : “দিদি কবে ফিরছে?”, শিলিগুড়িতে এখন একটাই প্রশ্ন! উত্তরবঙ্গের মেয়ের নাম এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশে

Last Updated:

Richa Ghosh : বিশ্বকাপ জয় মানেই দেশের গর্ব, কিন্তু এবার সেই গর্বের উৎস বাংলার মেয়ে রিচা ঘোষ। ভারতের মহিলা ক্রিকেট দলের এই তরুণ তারকা এখন গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু।

+
বাংলার

বাংলার গর্ব রিচা ঘোষ—আনন্দে মুখর তার পুরনো স্কুল!

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বিশ্বকাপ জয় মানেই দেশের গর্ব, কিন্তু এবার সেই গর্বের উৎস বাংলার মেয়ে রিচা ঘোষ। ভারতের মহিলা ক্রিকেট দলের এই তরুণ তারকা এখন গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু খুব কমই জানেন, এই রিচার প্রথম স্বপ্নের আঁতুড়ঘর ছিল শিলিগুড়ির মার্গারেট (সিস্টার নিবেদিতা) ইংলিশ স্কুল।
এই স্কুলেই কেটেছে রিচার শৈশবের দিনগুলো। এখান থেকেই মাধ্যমিক পাশ করে নিজের খেলোয়াড়ি জীবনের ভিত্তি গড়ে তোলেন তিনি। স্কুলের শিক্ষকরাও যেন আজ আবেগে ভেসে যাচ্ছেন। সহকারী শিক্ষক হেমন্ত নার্জিনারি জানালেন, “রিচা খুবই পরিশ্রমী ছিল। পড়াশোনায় ভালো, তবে খেলাধুলায় তার আলাদা এক মনোযোগ ছিল। আজ তার এই সাফল্যে আমরা সবাই গর্বিত।”
advertisement
স্কুলের আরেক শিক্ষক বিশ্বজিৎ রায় স্মৃতিচারণা করে বলেন, “রিচা একেবারে সাধারণ ছাত্রীদের মতোই ছিল। তবে খেলাধুলায় ছিল তার অসাধারণ প্রতিভা। তার বাবা মেয়ের জন্য নিরন্তর পরিশ্রম করেছেন। আজ সেই পরিশ্রমেরই ফল গোটা দেশ দেখছে।”
advertisement
রিচা যখন প্রথম ভারতীয় দলে সুযোগ পায়, তখনও এই স্কুলই ছিল শিলিগুড়ির গর্বের কেন্দ্র। সেদিন স্কুলে হয়েছিল বিশাল শোভাযাত্রা, শ্রদ্ধা ও অভিনন্দনের বন্যা। আজ বিশ্বকাপের মুকুটে নাম লেখানোর পর সেই আনন্দ যেন আরও বেড়েছে বহুগুণে। স্কুলের করিডরে এখনো রিচার নাম শুনলেই উজ্জ্বল হয়ে ওঠে শিক্ষকদের মুখ। বেঞ্চ, করিডর, খেলার মাঠ—সবই যেন বলে দেয়, এখান থেকেই শুরু হয়েছিল এক কিংবদন্তির গল্প।
advertisement
আরও পড়ুন- মৃত বোনকে দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি দিদির! রেললাইন পার করতে গিয়ে যা হল
বর্তমানে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, রিচা ঘোষ যখন শিলিগুড়িতে ফিরবেন, তখন তার সম্মানে এক বিশাল সংবর্ধনা ও অনুষ্ঠান আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মুখে এখন একটাই প্রশ্ন—“দিদি কবে ফিরছে?” স্কুলজুড়ে অপেক্ষার উত্তেজনা যেন চোখে পড়ার মতো। করিডর, মাঠ, শ্রেণিকক্ষ—সবখানেই আজ একটাই নাম, রিচা ঘোষ।
advertisement
রিচা ঘোষ আজ ভারতের গর্ব, কিন্তু শিলিগুড়ির মার্গারেট স্কুলের কাছে সে এখনও “আমাদের রিচা”—যে মেয়েটি একদিন ক্রিকেট বল হাতে দেশের স্বপ্ন বুনেছিল স্কুলের মাঠে। আজ তার সেই স্বপ্ন বিশ্বজয়ের বাস্তব রূপ পেয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Siliguri News : “দিদি কবে ফিরছে?”, শিলিগুড়িতে এখন একটাই প্রশ্ন! উত্তরবঙ্গের মেয়ের নাম এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement