Car Loan EMI Calculator: ৫ বছরের জন্য ১০ লাখ টাকার Car Loan নিলে প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে? দেখে নিন হিসেব
- Published by:Ananya Chakraborty
 - Reported by:Trending Desk
 
Last Updated:
Car Loan EMI Calculator: ৫ বছরের জন্য কার লোন নিতে চান? সবচেয়ে কম সুদের হার দিচ্ছে কোন ব্যাঙ্ক? ১০ লাখ টাকার গাড়ির লোনের জন্য সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের সুদের হার তুলনা
 যদি কেউ একটি নতুন গাড়ি কেনার কথা ভাবেন এবং কার লোন নিতে চায়, তাহলে কেবল ডিলারশিপ অফারের উপর নির্ভর করা ঠিক হবে না। বিভিন্ন ব্যাঙ্ক, ঋণ প্রদানকারী ওয়েবসাইট এবং অনলাইন পোর্টালের সুদের হার তুলনা করে আরও ভাল ডিল খুঁজে পাওয়া যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক ৫ বছরের মেয়াদে ১০ লাখ টাকার জন্য সবচেয়ে সস্তা ঋণ অফার করে এবং EMI কত হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
 পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সবচেয়ে সস্তা বিকল্প: যদি কেউ কম EMI-তে গাড়ির লোন নিতে চান, তাহলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একটি ভাল বিকল্প হতে পারে। বেসরকারি ব্যাঙ্কগুলি কিছুটা বেশি সুদের হার অফার করে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সবচেয়ে সস্তা বিকল্প, নতুন গাড়ির ঋণের সুদের হার ৭.৮৫% থেকে শুরু। ১০ লাখ টাকার ৫ বছরের গাড়ির ঋণের EMI হল ২০,২০৫ টাকা।
advertisement
advertisement
