Richa Ghosh: মেয়ের প্রিয় ফ্রায়েড রাইস বানাবেন মা, বাবা-মেয়ের 'উই টাইম'-এ আবার কারও এন্ট্রি নেই! আকাশছোঁয়া সাফল্যে খুশিতে ভাসছে রিচার পারিবার
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Richa Ghosh: মুম্বইতে মেয়ের সঙ্গে থাকা বাবা–মা পরিকল্পনা করছেন কীভাবে মেয়েকে স্বাগত জানাবেন। রিচার মা ইতিমধ্যেই ভেবে ফেলেছেন—মেয়ের জন্য বানাবেন তার শৈশবের প্রিয় খাবার 'প্লেন ফ্রায়েড রাইস'। ডায়েট ভাঙলেও তাতে সমস্যা নেই, বলছেন মা হাসতে হাসতে।
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: ছোট্টবেলায় শিলিগুড়ির অলিগলিতে ক্রিকেট ব্যাট হাতে যেই মেয়েটিকে দেখা যেত, আজ সেই মেয়েই ভারতের ক্রিকেট জগতে সাড়া ফেলেছে। বয়স মাত্র ২২, কিন্তু জীবনের ওঠাপড়া পেরিয়ে এখন সে দেশের গর্ব—রিচা ঘোষ, যিনি মহিলাদের বিশ্বকাপে একের পর এক ছক্কা হাকিয়ে আজ 'সিক্স কুইন' নামে পরিচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
*অন্যদিকে, মুম্বইতে মেয়ের সঙ্গে থাকা বাবা–মা পরিকল্পনা করছেন কীভাবে মেয়েকে স্বাগত জানাবেন। রিচার মা ইতিমধ্যেই ভেবে ফেলেছেন—মেয়ের জন্য বানাবেন তার শৈশবের প্রিয় খাবার 'প্লেন ফ্রায়েড রাইস'। ডায়েট ভাঙলেও তাতে সমস্যা নেই, বলছেন মা হাসতে হাসতে। "মেয়ে বাড়ি ফিরবে, এতদিন পর, মায়ের হাতে রান্না না খেলে সেটা কি হয়?"
advertisement
advertisement
