Richa Ghosh: মেয়ের প্রিয় ফ্রায়েড রাইস বানাবেন মা, বাবা-মেয়ের 'উই টাইম'-এ আবার কারও এন্ট্রি নেই! আকাশছোঁয়া সাফল্যে খুশিতে ভাসছে রিচার পারিবার

Last Updated:
Richa Ghosh: মুম্বইতে মেয়ের সঙ্গে থাকা বাবা–মা পরিকল্পনা করছেন কীভাবে মেয়েকে স্বাগত জানাবেন। রিচার মা ইতিমধ্যেই ভেবে ফেলেছেন—মেয়ের জন্য বানাবেন তার শৈশবের প্রিয় খাবার 'প্লেন ফ্রায়েড রাইস'। ডায়েট ভাঙলেও তাতে সমস্যা নেই, বলছেন মা হাসতে হাসতে।
1/7
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: ছোট্টবেলায় শিলিগুড়ির অলিগলিতে ক্রিকেট ব্যাট হাতে যেই মেয়েটিকে দেখা যেত, আজ সেই মেয়েই ভারতের ক্রিকেট জগতে সাড়া ফেলেছে। বয়স মাত্র ২২, কিন্তু জীবনের ওঠাপড়া পেরিয়ে এখন সে দেশের গর্ব—রিচা ঘোষ, যিনি মহিলাদের বিশ্বকাপে একের পর এক ছক্কা হাকিয়ে আজ 'সিক্স কুইন' নামে পরিচিত।
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: ছোট্টবেলায় শিলিগুড়ির অলিগলিতে ক্রিকেট ব্যাট হাতে যেই মেয়েটিকে দেখা যেত, আজ সেই মেয়েই ভারতের ক্রিকেট জগতে সাড়া ফেলেছে। বয়স মাত্র ২২, কিন্তু জীবনের ওঠাপড়া পেরিয়ে এখন সে দেশের গর্ব—রিচা ঘোষ, যিনি মহিলাদের বিশ্বকাপে একের পর এক ছক্কা হাকিয়ে আজ 'সিক্স কুইন' নামে পরিচিত।
advertisement
2/7
*গোটা টুর্নামেন্টে বারোটি ছক্কা—এই রেকর্ডই বলে দিচ্ছে রিচার ব্যাটে কী ঝড় উঠেছিল। কিন্তু তার সাফল্যের পেছনে রয়েছে শিলিগুড়ির সুভাষপল্লির এক সাধারণ পরিবারের স্বপ্ন, মেয়েকে ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করার নিরলস সংগ্রাম।
*গোটা টুর্নামেন্টে বারোটি ছক্কা—এই রেকর্ডই বলে দিচ্ছে রিচার ব্যাটে কী ঝড় উঠেছিল। কিন্তু তার সাফল্যের পেছনে রয়েছে শিলিগুড়ির সুভাষপল্লির এক সাধারণ পরিবারের স্বপ্ন, মেয়েকে ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করার নিরলস সংগ্রাম।
advertisement
3/7
*রিচার বাবা শুরু থেকেই ছিলেন মেয়ের ক্রিকেটযাত্রার সবচেয়ে বড় সমর্থক। ছোটবেলায় বাবার হাত ধরে ক্রিকেট মাঠে যাওয়া, খেলার কৌশল শেখা, আর মায়ের ভালবাসায় গড়ে ওঠা জীবনের গল্প আজ দেশজুড়ে অনুপ্রেরণা।
*রিচার বাবা শুরু থেকেই ছিলেন মেয়ের ক্রিকেটযাত্রার সবচেয়ে বড় সমর্থক। ছোটবেলায় বাবার হাত ধরে ক্রিকেট মাঠে যাওয়া, খেলার কৌশল শেখা, আর মায়ের ভালবাসায় গড়ে ওঠা জীবনের গল্প আজ দেশজুড়ে অনুপ্রেরণা।
advertisement
4/7
*এখন যখন রিচা ভারতের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়েছে, তখন শহর জুড়ে আনন্দের জোয়ার। ইতিমধ্যেই শিলিগুড়িতে তার ফেরা উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। বাড়ি সাজানো হচ্ছে আলোয়, ব্যানারে, পোস্টারে। স্কুল–পাড়ার বন্ধুরা থেকে শুরু করে প্রতিবেশীরা—সবাই অপেক্ষায় 'আমাদের রিচা'র দেখা পাওয়ার।
*এখন যখন রিচা ভারতের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়েছে, তখন শহর জুড়ে আনন্দের জোয়ার। ইতিমধ্যেই শিলিগুড়িতে তার ফেরা উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। বাড়ি সাজানো হচ্ছে আলোয়, ব্যানারে, পোস্টারে। স্কুল–পাড়ার বন্ধুরা থেকে শুরু করে প্রতিবেশীরা—সবাই অপেক্ষায় 'আমাদের রিচা'র দেখা পাওয়ার।
advertisement
5/7
*অন্যদিকে, মুম্বইতে মেয়ের সঙ্গে থাকা বাবা–মা পরিকল্পনা করছেন কীভাবে মেয়েকে স্বাগত জানাবেন। রিচার মা ইতিমধ্যেই ভেবে ফেলেছেন—মেয়ের জন্য বানাবেন তার শৈশবের প্রিয় খাবার 'প্লেন ফ্রায়েড রাইস'। ডায়েট ভাঙলেও তাতে সমস্যা নেই, বলছেন মা হাসতে হাসতে।
*অন্যদিকে, মুম্বইতে মেয়ের সঙ্গে থাকা বাবা–মা পরিকল্পনা করছেন কীভাবে মেয়েকে স্বাগত জানাবেন। রিচার মা ইতিমধ্যেই ভেবে ফেলেছেন—মেয়ের জন্য বানাবেন তার শৈশবের প্রিয় খাবার 'প্লেন ফ্রায়েড রাইস'। ডায়েট ভাঙলেও তাতে সমস্যা নেই, বলছেন মা হাসতে হাসতে। "মেয়ে বাড়ি ফিরবে, এতদিন পর, মায়ের হাতে রান্না না খেলে সেটা কি হয়?"
advertisement
6/7
*বাবার পরিকল্পনাও আলাদা। মেয়ে ফিরলেই কিছুটা নিরিবিলি সময় কাটাতে চান রিচার সঙ্গে, তার ভবিষ্যৎ পরিকল্পনা ও মানসিক অবস্থার কথা জানতে চান।
*বাবার পরিকল্পনাও আলাদা। মেয়ে ফিরলেই কিছুটা নিরিবিলি সময় কাটাতে চান রিচার সঙ্গে, তার ভবিষ্যৎ পরিকল্পনা ও মানসিক অবস্থার কথা জানতে চান।
advertisement
7/7
*এ যেন এক অন্যরকম দৃশ্য—যেখানে সাফল্যের উচ্ছ্বাসের মাঝেও আছে পরিবারের মমতা, মায়ের রান্নার ঘ্রাণ, আর বাবার স্নেহ। রিচা ঘোষ শুধু ভারত নয়, আজ বাংলার, শিলিগুড়ির গর্ব।
*এ যেন এক অন্যরকম দৃশ্য—যেখানে সাফল্যের উচ্ছ্বাসের মাঝেও আছে পরিবারের মমতা, মায়ের রান্নার ঘ্রাণ, আর বাবার স্নেহ। রিচা ঘোষ শুধু ভারত নয়, আজ বাংলার, শিলিগুড়ির গর্ব।
advertisement
advertisement
advertisement