হাত মুঠো করার ধরনেই লুকিয়ে আছে আপনার আসল চরিত্র! জানুন, কী বলে দেয় আঙুল ভাঁজের কায়দা?
- Published by:Tias Banerjee
Last Updated:
আপনি কী ভাবে হাত মুঠো করেন, সেই ধরনেই লুকিয়ে থাকে আপনার আসল চরিত্র। মনোবিজ্ঞানের মতে, হাতের ভঙ্গিই প্রকাশ করে আপনার আত্মবিশ্বাস, নেতৃত্ব বা সংবেদনশীলতা। জানুন, আপনার ফিস্ট পজিশন কী বলছে আপনার সম্পর্কে।
advertisement
এই টেস্টটি শেয়ার করেছেন মারিনা নিউরালিয়ান (Marina Neuralean), যিনি শরীরভিত্তিক মানসিক প্রতিক্রিয়া বা somatic patterns নিয়ে কাজ করেন। তাঁর মতে, মানুষের শরীরের ভঙ্গি, বিশেষ করে মুঠো বাঁধার ধরন, অবচেতনে প্রকাশ করে দেয় তার ব্যক্তিত্ব, চিন্তাভাবনার ধরণ ও মানসিক প্রতিরক্ষা কৌশল। (Representative Image)
advertisement
মারিনার ভাষায়,“এই সাইকোলজিক্যাল টেস্টটি আসলে নির্ভর করছে শরীরের অবচেতন ভঙ্গির ওপর। আপনি কীভাবে মুঠো বাঁধেন, তা শুধু একটিমাত্র অঙ্গভঙ্গি নয়—এটি প্রকাশ করে আপনার মস্তিষ্ক কীভাবে তথ্য প্রক্রিয়া করে, চাপ সামলায় এবং চারপাশের জগৎকে প্রতিক্রিয়া জানায়। নিউরোসাইকোলজির গবেষণায় দেখা গিয়েছে, শরীরের এই অ-বাচিক প্রকাশভঙ্গিই প্রকাশ করে আমাদের লুকনো ব্যক্তিত্ব, উদ্বেগ এবং প্রতিরোধক্ষমতা।” (Representative Image)
advertisement
advertisement
advertisement
এটি এমন ব্যক্তিদের বৈশিষ্ট্য, যাঁরা চিন্তা করেন কাজ, অর্থ, ভবিষ্যৎ এবং সাফল্য নিয়ে। তাঁদের মস্তিষ্ক প্রায় সারাক্ষণ প্রস্তুত অবস্থায় থাকে, যাকে high cognitive load বলা হয়। তাই তারা প্রায়শই perfectionist, একসঙ্গে একাধিক কাজ করতে চান, এবং নিজেকে সবসময় নিখুঁত রাখার চেষ্টা করেন। (Representative Image)
advertisement
advertisement
