Malda News: টোটোচালকদের জন্য জরুরি খবর! টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত সমাধান হবে এক জায়াগাতেই! আপনার এলাকায় কবে, কোথায় হবে জেনে নিন

Last Updated:
Toto Registration : পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে এই টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষ ক্যাম্প। রেজিস্ট্রেশনের জন্য একটি সেলফ ডিক্লারেশন ফর্ম দেওয়া হবে। টোটো চালকরা তাদের টোটো কেনার আসল নথি এবং নিজেদের পরিচয় পত্র সংক্রান্ত তথ্য লিখে জমা দেবেন।
1/5
টোটো বাহন রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা সমাধান করতে এবারে প্রতিটি জেলার ব্লকে ব্লকে বিশেষ ক্যাম্প। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক দিনক্ষণ দিয়ে টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা সমাধান হবে ব্লক অফিসে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা সমাধান করতে এবার প্রতিটি জেলার ব্লকে ব্লকে বিশেষ ক্যাম্প। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক দিনক্ষণ দিয়ে টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা সমাধান হবে ব্লক অফিসে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
ইতিমধ্যে মালদহের ইংরেজবাজার ব্লকের ১১ টি অঞ্চলের ধাপে ধাপে টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ক্যাম্প করা হচ্ছে আরটিও এবং ব্লক প্রশাসনের দফতরে। যেখানে থাকবেন ব্লক প্রশাসন এবং আরটিও আধিকারিকরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
ইতিমধ্যে মালদহের ইংরেজবাজার ব্লকের ১১ টি অঞ্চলের ধাপে ধাপে টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ক্যাম্প করা হচ্ছে আরটিও এবং ব্লক প্রশাসনের দফতরে। যেখানে থাকবেন ব্লক প্রশাসন এবং আরটিও আধিকারিকরা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে এই টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষ ক্যাম্প। রেজিস্ট্রেশনের জন্য একটি সেলফ ডিক্লারেশন ফর্ম দেওয়া হবে যেখানে টোটো চালকরা তাদের টোটো কেনার আসল নথি এবং নিজেদের পরিচয় পত্র সংক্রান্ত তথ্য লিখে জমা দিবেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে এই টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষ ক্যাম্প। রেজিস্ট্রেশনের জন্য একটি সেলফ ডিক্লারেশন ফর্ম দেওয়া হবে যেখানে টোটো চালকরা তাদের টোটো কেনার আসল নথি এবং নিজেদের পরিচয় পত্র সংক্রান্ত তথ্য লিখে জমা দেবেন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
আসল তথ্য যাচাই করণের পর আরটিও এবং ব্লক প্রশাসন আধিকারিকরা সেই তথ্য অনুযায়ী রেজিস্ট্রেশন করবেন। ব্লক প্রশাসন ও আরটিও আধিকারিকরা জানান,‌ এক্ষেত্রে টোটো চালকরা নিজেদের আধার কার্ড, ব্যাংক পাসবুক, মোবাইল নম্বর, টোটো বাহনের কাগজ, যে ফি লাগবে সেই পরিমাণ টাকা। ছয় মাস এবং ২ বছরের জন্য আলাদা রকম রেজিস্ট্রেশন ফি রয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
আসল তথ্য যাচাই করণের পর আরটিও এবং ব্লক প্রশাসন আধিকারিকরা সেই তথ্য অনুযায়ী রেজিস্ট্রেশন করবেন। ব্লক প্রশাসন ও আরটিও আধিকারিকরা জানান,‌ এক্ষেত্রে টোটো চালকরা নিজেদের আধার কার্ড, ব্যাংক পাসবুক, মোবাইল নম্বর, টোটো বাহনের কাগজ, যে ফি লাগবে সেই পরিমাণ টাকা। ৬ মাস এবং ২ বছরের জন্য আলাদা রকম রেজিস্ট্রেশন ফি রয়েছে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
ছয় মাসের জন্য ১৭৪০ এবং দুই বছরের জন্য ২৯৪০ টাকা ফি লাগবে। রাজ্যজুড়ে অবৈধ টোটো বাহন চলাচল নিয়ন্ত্রণে আনতে এমন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এর ফলে অবৈধ টোটো চলাচল বন্ধ করা হবে এবং টোটো চালকদের অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দেওয়া হবে, যার মধ্যে কিউআর কোড থাকবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
ছয় মাসের জন্য ১৭৪০ এবং দুই বছরের জন্য ২৯৪০ টাকা ফি লাগবে। রাজ্যজুড়ে অবৈধ টোটো বাহন চলাচল নিয়ন্ত্রণে আনতে এমন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এর ফলে অবৈধ টোটো চলাচল বন্ধ করা হবে এবং টোটোচালকদের অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দেওয়া হবে, যার মধ্যে কিউআর কোড থাকবে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement