Malda News: টোটোচালকদের জন্য জরুরি খবর! টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত সমাধান হবে এক জায়াগাতেই! আপনার এলাকায় কবে, কোথায় হবে জেনে নিন
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Toto Registration : পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে এই টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষ ক্যাম্প। রেজিস্ট্রেশনের জন্য একটি সেলফ ডিক্লারেশন ফর্ম দেওয়া হবে। টোটো চালকরা তাদের টোটো কেনার আসল নথি এবং নিজেদের পরিচয় পত্র সংক্রান্ত তথ্য লিখে জমা দেবেন।
advertisement
advertisement
advertisement
আসল তথ্য যাচাই করণের পর আরটিও এবং ব্লক প্রশাসন আধিকারিকরা সেই তথ্য অনুযায়ী রেজিস্ট্রেশন করবেন। ব্লক প্রশাসন ও আরটিও আধিকারিকরা জানান, এক্ষেত্রে টোটো চালকরা নিজেদের আধার কার্ড, ব্যাংক পাসবুক, মোবাইল নম্বর, টোটো বাহনের কাগজ, যে ফি লাগবে সেই পরিমাণ টাকা। ৬ মাস এবং ২ বছরের জন্য আলাদা রকম রেজিস্ট্রেশন ফি রয়েছে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement









