Viral Video: সাঁ সাঁ করে উড়ে গেল বল কমেন্ট্রি বক্স লক্ষ্য করে, দীপক হুডার ছক্কার লক্ষ্য কি রবি শাস্ত্রীর মাথা!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেখে নিন সে সময় ঠিক কী করেছিলেন দীপক হুডা, রইল ভাইরাল ভিডিও
#সাদাম্পটন: দীপক হুডা ভারতীয় দলের পক্ষ থেকে যে পরিমাণ খেলার সুযোগ পাচ্ছেন তাকেই ‘মওকা পে চওকা’ হিসেবে ব্যবহার করছেন৷ বৃহস্পতিবার ভারতীয় সময় হিসেবে বেশ রাতেই ছিল ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচ৷ সেখানে ফের একবার রানের ফুলঝুরি ছুটল দীপক হুডার ব্যাট থেকে৷ তিনি বড় ইনিংস না খেললেও ১৭ বলে ৩৩ রান লুটে নেন৷ এই ইনিংসেই বৃহস্পতিবার ম্যাচের রাশ বার করে নেয়৷ ইংল্যান্ড ব্যাকফুটে যাওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল৷ রোহিত শর্মা ২৪ রানে আউট হওয়ার পরেই তিন নম্বরে ক্রিকেট খেলতে নামেন৷ নেমেই ইংলিশ বোলারদের পাড়া স্তরে নামিয়ে এনে একেবারে দেদার মারতে শুরু করেন৷ দীপক প্রথম বলে কোনও রান নেননি৷
কিন্তু দ্বিতীয় বল থেকেই শুরু করে জ্বলওয়া দেখাতে৷ এরপরের দুটি বলেই ৬ হাঁকান৷ বোলার ছিলেন মইন আলি৷
advertisement
দেখে নিন সে সময় ঠিক কী করেছিলেন দীপক হুডা, রইল ভাইরাল ভিডিও
advertisement
— Guess Karo (@KuchNahiUkhada) July 8, 2022
মইন আলি সে সময়ের ভারতের পঞ্চম ওভারের বল করছিলেন৷ তাঁর প্রথম বলেই লং অনের ওপর থেকে ছক্কা মারেন৷ বল সোজা চলে যায় স্পোর্টস কমেন্ট্রি বক্সের ভিতরে গিয়ে পড়ে৷ সে সময় ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং প্রাক্তন ইংলিশ ক্যাপ্টেন মাইক আর্থারটন ছিলেন৷ তাঁরাই কমেন্ট্রি করেছিলেন৷ বল সবেগে আসছে দেখে দুজনেই দ্রুত নিজের মাথা সরিয়ে নেন৷ ব্যাস এই ভিডিও ভাইরাল হয়ে যায়৷
advertisement
আরও পড়ুন - MS Dhoni Money : ধোনির কত হাজার কোটি টাকা আয়, ক্রিকেট খেলে নানা ব্যবসায় টাকা লাগান মাহি
দীপক হুডা আয়ারল্যান্ডের বিরুদ্ধে তুফানি শতরান করেন
এর আগে দীপক আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাটিং করেছিলেনন৷ দীপক আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ৫৭ বলে ১০৪ রান করেছিলেন৷ প্রথম টি টোয়েন্টিতেও ৪৭ রানে অপরাজিত ছিলেন৷
advertisement
তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ডার্বিশায়ারের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে তিনি ৫৯ রান করেন৷ ভারতের জয় তাঁর ব্যাটের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷
ভারত প্রথম টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫০ রানে হারায়
এদিনের টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ১৯৮ রান করে৷ দলের হয়ে হার্দিক পান্ডিয়া (৫১), সূর্যকুমার যাদব (৩৯) রান করেন৷ এর জবাবে ইংল্যান্ড ১৯.৩ ওভারে মাত্র ১৪৮ রানে অলআউট হয়ে যায়৷ হার্দিক ৪ উইকেট নেন৷ এছাড়া অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল ২ টি করে উইকেট নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2022 2:56 PM IST