Bankura News: কাজ করছিলেন যুবতী, হাতে কামড়াল সাপ, তারপর যা যা করল পরিবার!

Last Updated:

চিকিৎসকরা সাপে কামড়ানো ওই রোগীর চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি। হাজার চেষ্টার পরেও যুবতী ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

The young woman died after being treated late for snake bite- Photo- Representative
The young woman died after being treated late for snake bite- Photo- Representative
#বাঁকুড়া : সাপে কাটা রোগীর মৃত্যুর পরেও যেন মানুষের অন্ধ বিশ্বাস কাটছে না। সাপে কাটার পর ওঝার কাছে চিকিৎসার জন্য যাচ্ছে পরিবার। অযথা সময় নষ্টের কারণে মৃত্যু হল আবারও এক মহিলার। জানা যায় মৃত ওই যুবতী মন্দিরা মন্ডলের বয়স ২২ বছর।বাড়ি ইন্দাস ব্লকের বাগিচাবাঁধ গ্রামে। বৃহস্পতিবার মন্দিরাকে সাপে কামড়ায়।ওইদিনই তার মৃত্যু হয়।
প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে বাঁকুড়া জেলার ইন্দাসের আকুই ১ নং অঞ্চলে বোনকি গ্রামে সাপে কামড়ে মৃত্যু হয় চার বছরের শিশু সঞ্জয় হাঁসদার। তবুও সাধারণ মানুষের সচেতনতার হুঁশ ফিরছে না।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির ভেতর কাজ করার সময় ডান হাতের আঙ্গুলে একটি বিষধর সাপে কামড়ায় ২২ বছরের যুবতী মন্দিরা মন্ডলকে। তবে পরিবারের লোকজন ওই রোগীকে হাসপাতালে না নিয়ে গিয়ে, নিয়ে যায় এক ওঝার কাছে।
রোগীর অবস্থা বেগতিক দেখে দেরি না করে সরাসরি হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন ওঝা নিজেই। এরপর তড়িঘড়ি পরিবারের সদস্যরা ওই যুবতীর অবস্থার অবনতি দেখে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে।
advertisement
চিকিৎসকরা সাপে কামড়ানো ওই রোগীর চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি। হাজার চেষ্টার পরেও যুবতী ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।বেশ কিছুক্ষণ পর ইন্দাস প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাণ হারান ওই যুবতী।তবে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং এর সতর্কতা মূলক প্রচার করা হচ্ছে। সাপে কামড়ালে প্রথমে ওঝা বা গুনিনের শরণাপন্ন না হয়ে একেবারে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে সেই রোগীকে ভরতি করার পরামর্শ দেওয়ার কথা একাধিকবার বলা হলেও উপযুক্ত সচেতনতা না গড়ে ওঠায় এখনও অনেকেই ওঝার কাছে যাচ্ছেন, ফলে ঘটছে বিনা চিকিসায় মৃত্যুর ঘটনা।
advertisement
JOYJIBAN GOSWAMI
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: কাজ করছিলেন যুবতী, হাতে কামড়াল সাপ, তারপর যা যা করল পরিবার!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement