#কলকাতা: মানুষ মাত্রেই ধণ- দৌলতের আকাঙ্খা করে৷ তার জন্য একদিকে যেমন ধন উপার্জনের জন্য পরিশ্রম করেন৷ ঠিক তেমনিই আবার মা লক্ষ্মীর আরাধনাও করে থাকেন৷ কথিত আছে যে মা লক্ষ্মীর যদি হঠাৎ করে আপনার ওপর কৃপা হয় তাহলে ধন-সম্পদের ভাণ্ডারে জোয়ার আসে৷ কিন্তু ‘‘আমি কি বড়লোক হব?’’ বা ‘‘কখন আমার ধন বৃদ্ধি হবে?’’ এই প্রশ্নের উত্তরে কেউ নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারে না। যদিও ধর্ম শাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ি এমন কিছু সঙ্কেত আছে, যেগুলি যদি একটু খেয়াল করা যায় তাহলে বোঝা যায় ভাল সময় আসন্ন৷ জেনে নিই সেই সঙ্কেতগুলি আসলে কী কী। Photo- Representative
দেশি -বিদেশি দুই মতেই ঘোড়ার নাল দেখা খুবই শুভ৷ বাস্তুশাস্ত্র অনুসারে, ঘোড়ার নাল দেখতে পেলে তা মা লক্ষ্মী-র চিহ্ন হিসাবে বিবেচিত হয়। এই জন্যে আগেকার দিনে অনেক বড়লোক বাড়িতে দরজার মাথায় ঘোড়ার নাল লাগানোর চল ছিল৷ এই চিহ্নের মাধ্যমে আপনার বাড়িতে সবকিছু ভাল হতে চলেছে এবং অস্থির দিনগুলি কেটে যেতে চলেছে এটারই ইঙ্গিত পাওয়া যায়। তবে শনিবার এমন নাল ভাগ্য ফেরানোর জন্য ভুলেও বাড়িতে আনবেন না। Photo- Representative