আজ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। সকাল থেকেই মাহিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে৷ কিন্তু মহেন্দ্র সিং ধোনি যতটা সফল ক্রিকেটার হিসেবে ঠিক একইরকম সাফল্য পেয়েছেন ব্যবসায়ী হিসেবেও৷ ৪১ বছরের ধোনি পাঁচ -ছয় রকমের ব্যবসায় দেদার টাকা ঢেলেছেন৷ আর তার থেকে বাড়িতে বসে হাজার হাজার কোটি টাকা আয় করছেন তিনটি আইসিসি ট্রফি এবং সিএসকে চারটি আইপিএল ট্রফি জয়ী অধিনায়ক৷
শুধু হোটেল,পোল্ট্রি ফার্মিং, অর্গানিক ফার্মিং-এর মতো ব্যবসাই করছে না, অনেক কোম্পানিতে বিনিয়োগও করেছে। তাঁর পোর্টফোলিওতে বেশ কিছু স্টার্টআপ রয়েছে৷ নিজের শহর রাঁচিতে একটি হোটেল খুলেছেন মহেন্দ্র সিং ধোনি। নিজেই রাঁচিতে, তিনি তার ৪০ একর খামারে জৈব চাষ করেন। ধোনি পোল্ট্রি ফার্মিংও করেন এবং কড়কনাথ প্রজাতির মুরগি পালন করেন। এছাড়া তার নিজস্ব একটি প্রোডাকশন হাউসও রয়েছে। ধোনি জিমেও বিশাল বিনিয়োগ করেছেন৷ স্পোর্টসফিট ওয়ার্ল্ড নামে সারা দেশে ২০০ টি-র বেশি জিম রয়েছে। মাহি দক্ষিণ ভারতীয় অভিনেতা আক্কিনেনি নাগার্জুনের সঙ্গে পার্টনারশিপে রেসিং টিম ইন্ডিয়া চালান৷
কারস 24 এছাড়াও পোর্টফোলিও অন্তর্ভুক্ত
মহেন্দ্র সিং ধোনি Cars 24 ইনভেস্টমেন্ট করেছেন, এই কোম্পানি যেখানে পুরনো ও ব্যবহৃত গাড়ি ক্রয় এবং বিক্রি হয়। এই ধরণের ব্যবসায়ে এটা একেবারে প্রথম শ্রেণীর কোম্পানি৷ ২০১৯ সালে মাহি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডর হন। তবে Cars 24-এ ধোনি কত হাজার কোটি বিনিয়োগ করেছেন তা সামনে আসেনি৷
ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানিতে টাকা ইনভেস্ট করছেন মাহি
মহেন্দ্র সিং ধোনি হোমলেনে (Homelane) বিনিয়োগ করেছেন, যা একটি ইন্টিরিয়র ডেকরেশন কোম্পানি৷ তিনি তিন বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসডর এই কোম্পানির। এই 8টি পুরনো কোম্পানির ব্যবসা দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই এবং কলকাতা সহ ১৬ টি শহরে ছড়িয়ে রয়েছে।
একটি ড্রোন কোম্পানিতে বিনিয়োগ করেছেন
সম্প্রতি, ধোনি ড্রোন সংস্থা গরুড় অ্যারো স্পেসে বিনিয়োগ করেছেন। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসডরও হয়েছেন তিনি। তবে এই কোম্পানিতে মাহি কত কোটি টাকা বিনিয়োগ হয়েছে তা জানা নেই। Garuda Aerospace কৃষি, ম্যাপিং, নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে পরিষেবা প্রদান করে।
ক্রীড়া ব্যবসায় ২৫% শেয়ার
রান অ্যাডাম নামে একটি কোম্পানিতে মহেন্দ্র সিং ধোনির ২৫ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিতে বিনিয়োগকারী ছাড়াও তিনি সেখানেরও একজন ব্র্যান্ড অ্যাম্বাসডরও। রান অ্যাডাম খেলোয়াড়দের পারফরম্যান্স এনহ্যান্স করায়। চার বছর আগে ধোনি এই কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন। স্পোর্টসফিট প্রাইভেট লিমিটেডেও বিনিয়োগ করেছেন ধোনি। কোম্পানির মাধ্যমে ধোনির 200 টিরও বেশি জিম রয়েছে। হকি ইন্ডিয়া লিগে খেলা দল রাঁচি রেতেও টাকা ইনভেস্ট করেছেন ধোনি।