শোকের ছায়া কলকাতা ময়দানে, অকপট প্রাক্তন মোহনবাগানীরা

Last Updated:

ময়দানের বাবলুদা-র মতে , ‘‘ কখনই কটূ কথা বলতেন না’’

#কলকাতা:  মোহনবাগানে কার্যত একটা যুগের অবসান ৷ প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের প্রয়ানে বেদনাক্লিষ্ট ময়দান ৷ মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য সবুজ-মেরুণ জার্সিতে খেলার পর কোচিংও করেছেন এই শতাব্দী প্রাচীন ক্লাবে ৷ আর মোহনবাগানে প্রথম কোচ হয়ে যখন এসেছেন তখন অঞ্জন মিত্রের হাত ধরেই আসা ৷ অঞ্জনদা -র মৃত্যুতে শোকজ্ঞাপন করতে গিয়ে বারবার এই কথাই বললেন সুব্রত ভট্টাচার্য ৷
ময়দানের বাবলুদা-র মতে , ‘‘ কখনই কটূ কথা বলতেন না ৷ দল খারাপ পারফরম্যান্স করলে দুঃখ পেতেন কিন্তু তাঁর জন্য ফুটবলারদের সঙ্গে চেঁচামেচি করতেন না কখনই ৷ ’’
advertisement
‘‘ধীরেনদা-র যদি যোগ্য কোনও উত্তরসূরী থাকে মোহনবাগান প্রশাসক হিসেবে তাহলে সেটা নিশ্চিতভাবেই অঞ্জনদা ৷ তবে শেষ কিছু বছর ধরে তিনি অসুস্থ হয়েছিলেন এখন তো আর বাঁচানো গেল না ৷ মোহনবাগানের লোক ছিলেন ৷ ক্লাবের ভালো-মন্দ সবসময়েই ভাবতেন তবে উত্তেজিত হয়ে কখনো চেঁচামেচি করতেন না ৷ ’’
advertisement
এদিকে আরেক প্রাক্তন মোহনবাগানী কল্যাণ চৌবেও আবেগতাড়িত কারণ তিনি শুধু মোহনবাগান সূত্রেই অঞ্জন মিত্রের সঙ্গে যুক্ত নন ৷ তিনি অঞ্জন মিত্রের জামাই ৷ ফলে তিনি জানিয়েছেন এটা তাঁর কাছে পারিবারিক ক্ষতি ৷ পাশাপাশি তিনি বলেছেন মোহনবাগানের জন্য অঞ্জন মিত্র যা করেছেন তা চিরকাল মানুষ মনে রাখবেন ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
শোকের ছায়া কলকাতা ময়দানে, অকপট প্রাক্তন মোহনবাগানীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement