শোকের ছায়া কলকাতা ময়দানে, অকপট প্রাক্তন মোহনবাগানীরা
Last Updated:
ময়দানের বাবলুদা-র মতে , ‘‘ কখনই কটূ কথা বলতেন না’’
#কলকাতা: মোহনবাগানে কার্যত একটা যুগের অবসান ৷ প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের প্রয়ানে বেদনাক্লিষ্ট ময়দান ৷ মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য সবুজ-মেরুণ জার্সিতে খেলার পর কোচিংও করেছেন এই শতাব্দী প্রাচীন ক্লাবে ৷ আর মোহনবাগানে প্রথম কোচ হয়ে যখন এসেছেন তখন অঞ্জন মিত্রের হাত ধরেই আসা ৷ অঞ্জনদা -র মৃত্যুতে শোকজ্ঞাপন করতে গিয়ে বারবার এই কথাই বললেন সুব্রত ভট্টাচার্য ৷
ময়দানের বাবলুদা-র মতে , ‘‘ কখনই কটূ কথা বলতেন না ৷ দল খারাপ পারফরম্যান্স করলে দুঃখ পেতেন কিন্তু তাঁর জন্য ফুটবলারদের সঙ্গে চেঁচামেচি করতেন না কখনই ৷ ’’
আরও পড়ুন - ‘ফুটবল ওঁর প্রথম প্রায়োরিটি ছিল, আর এই জায়গাতেই আমরা একসঙ্গে লড়াই করতাম’- দেবব্রত সরকার
advertisement
‘‘ধীরেনদা-র যদি যোগ্য কোনও উত্তরসূরী থাকে মোহনবাগান প্রশাসক হিসেবে তাহলে সেটা নিশ্চিতভাবেই অঞ্জনদা ৷ তবে শেষ কিছু বছর ধরে তিনি অসুস্থ হয়েছিলেন এখন তো আর বাঁচানো গেল না ৷ মোহনবাগানের লোক ছিলেন ৷ ক্লাবের ভালো-মন্দ সবসময়েই ভাবতেন তবে উত্তেজিত হয়ে কখনো চেঁচামেচি করতেন না ৷ ’’
advertisement
এদিকে আরেক প্রাক্তন মোহনবাগানী কল্যাণ চৌবেও আবেগতাড়িত কারণ তিনি শুধু মোহনবাগান সূত্রেই অঞ্জন মিত্রের সঙ্গে যুক্ত নন ৷ তিনি অঞ্জন মিত্রের জামাই ৷ ফলে তিনি জানিয়েছেন এটা তাঁর কাছে পারিবারিক ক্ষতি ৷ পাশাপাশি তিনি বলেছেন মোহনবাগানের জন্য অঞ্জন মিত্র যা করেছেন তা চিরকাল মানুষ মনে রাখবেন ৷
advertisement
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2019 2:35 PM IST