‘ফুটবল ওঁর প্রথম প্রায়োরিটি ছিল, আর এই জায়গাতেই আমরা একসঙ্গে লড়াই করতাম’- দেবব্রত সরকার

Last Updated:

মোহনবাগান কর্মকর্তার প্রয়াণে শোকস্তব্ধ চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলেও

#কলকাতা : গঙ্গাপাড়ের দুই ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল ৷ এই দুই ক্লাবের মধ্যে ও শব্দটা ব্যবহারের জায়গা বড়ই কম পাওয়া যায় তা বাংলার ফুটবলপ্রেমী মাত্রই জানেন ৷ সবসময়েই ব্যবহার হয় বনাম শব্দটা ৷ কিন্তু প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্রের প্রয়ানে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবেও শোকের ছায়া ৷ মাঠে দল নামলে যাঁরা দুই সাইডলাইনের মানুষ তাঁর প্রয়ানে শোকস্তব্ধ ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকার বা ময়দানের চির পরিচিত নীতুদা ৷
নিউজ ১৮ বাংলা . কমের সঙ্গে কথা বলতে গিয়ে অকপটভাবে ধরা দিলেন ময়দানের এই অভিজ্ঞ প্রশাসক ৷ ‘‘অঞ্জনবাবু মোহনবাগান ক্লাবের ছিলেন, দূরত্ব সেই সুবাদে ছিল নিঃসন্দেহে ৷ মোহনবাগান-ইস্টবেঙ্গলের  জন্য  মতপার্থক্য ছিল ৷ তবে একটা জায়গায় আমরা একমত ছিলাম সেটা ওঁর ফুটবল প্রমোট করা ৷ উনি ফুটবলকে সবার আগে রাখতেন ৷ এই জায়গাতেই একসঙ্গে লড়াই করতাম ৷ আইএসএলে -র প্রশ্নেও উনি অনড় ছিলেন ফ্রাঞ্চাইজি হিসেবে খেলবে না মোহনবাগান ও ইস্টবেঙ্গল ৷ ’’
advertisement
maxresdefault
advertisement
‘‘ক্রিকেট-হকি সব খেলাকেই মাথায় রেখেও উনি সবসময় বলতেন ফুটবলই এই দুই ক্লাবে অস্তিত্ব , ফুটবল থাকলেই ইস্টবেঙ্গল -মোহনবাগান থাকবে ৷ ওঁনার প্রশাসনিক ক্ষমতা ছিল নিঃসন্দেহে দারুণ ৷ ’’
advertisement
ব্যক্তিগত সম্পর্ক খুব বেশি না থাকলেও অঞ্জন মিত্রের যে গুণকে কুর্নিশ করছেন নীতুদা তা হল নিজের সিদ্ধান্তে অনড় থাকতেন ৷ অর্থাৎ কোনও বিষয়ে কোনও সিদ্ধান্ত নিলে তা নিয়ে আত্মবিশ্বাসী থাকতেন , ফলে আজ একটা আবার কাল আরেকটা কথা বলতেন না ৷
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘ফুটবল ওঁর প্রথম প্রায়োরিটি ছিল, আর এই জায়গাতেই আমরা একসঙ্গে লড়াই করতাম’- দেবব্রত সরকার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement