হায় হায়! নেশার টান এমনই বায়ো বাবল ভেঙে রাস্তাতেই ধূমপান! ক্রিকেটারদের ভিডিও ভাইরাল

Last Updated:

রাস্তাতেই দেদার ধোঁওয়া উড়ছে, এদিক ওদিক চোরের মতো দেখে টান নেশার বস্তুতে!

#লন্ডন: শ্রীলঙ্কা ক্রিকেট ফের একবার একেবারে ভুলভাল ঘটনার জন্য শিরোনামে৷ তিন শ্রীলঙ্কার ক্রিকেটারকে দল থেকে বার করে দেওয়া হয়েছে৷ তাঁদের এই অপরাধ যে ইংল্যান্ড সফর চলাকালীন তাঁরা দলের বায়ো বাবল ভেঙে দেন৷ এর জেরে তিনজনকেই সাসপেন্ড করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড৷ কুশলা মেন্ডিস (Kusal Mendis), উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা (Niroshan Dickwella) সহ তিন ক্রিকেটারকে দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে৷ এই দুই ক্রিকেটার ছাড়া ব্যাটসম্যান ধুনষ্কা গুণতিলকাকে (Danushka Gunathilaka) তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিকে শ্রীলঙ্কার হারের পর রাস্তায় অধিক রাতে ঘুরতে দেখা যায়৷ এই ম্যাচে শ্রীলঙ্কার ৮৯ রানে হার হয়৷ এই তিন ক্রিকেটারই সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন৷
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা নিজের বিবৃতিতে বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট কার্যকারী সমিতি কুশলা মেন্ডস, ধনুষ্কা গুণতিলকা ও নিরেশন ডিকবেলা বায়ো বাবল ভাঙায় তাঁদের নির্বাসিত করেছে৷ তাঁদের দ্রুত দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ’ শ্রীলঙ্কার প্রশাসক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে জানিয়েছেন এই বিষয়ে তদন্ত চলছে৷ কারণ তাঁরা নিয়মবিধি ভঙ্গ করেছেন৷ ’’
advertisement
advertisement
advertisement
শ্রীলঙ্কা শনিবার টি টোয়েন্টি সিরিজ ০-৩ হেরেছে ইংল্যান্ডের বিরুদ্ধে৷ অক্টোবর ২০২০ -র পর লাগাতার পাঁচটি টি টোয়েন্টি সিরিজে হারতে হয়েছে শ্রীলঙ্কাকে৷ শ্রীলঙ্কা এখন ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ হয়েছে৷ এই সিরিজের প্রথম ম্যাচ ২৯ জুন চেস্টার লি স্ট্রিটে খেলা হবে৷
টি টোয়েন্টি সিরিজে এই তিন অভিযুক্ত ক্রিকেটার ভীষণভাবে ফ্লপ হয়েছেন৷ মেন্ডিস তিন ম্যাচে ৫৪ রান, ডিকওয়েলা ২ ম্যাচে ১৪ রান ও গুণতিলকা ৩ ম্যাচে ২৬ রান করেছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হায় হায়! নেশার টান এমনই বায়ো বাবল ভেঙে রাস্তাতেই ধূমপান! ক্রিকেটারদের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement