কে এই সুন্দরী? ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ভাইরাল, ক্যামেরা যা দেখাল...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Champions Trophy 2025 Ind vs Aus- এদিন অক্ষর প্যাটেলের বলে গ্লেন ম্যাক্সওয়েল ক্লিন বোল্ড হওয়ার পরই এক সুন্দরীর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
কলকাতা: মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ২৬৭ রানে অলআউট করেছে ভারত। দুবাইয়ের এই উইকেটে অবশ্য ২৬৪ লড়াই করার মতো রান বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ।
এদিন অক্ষর প্যাটেলের বলে গ্লেন ম্যাক্সওয়েল ক্লিন বোল্ড হওয়ার পরই এক সুন্দরীর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ম্যাক্সওয়েলকে এদিন অক্ষর তাড়াতাড়ি আউট না করলে অজিদের স্কোর আরও বেশি হতে পারত।
ছক্কা মারার পরের বলেই ম্যাক্সওয়েলের উইকেট ভেঙে যায়। সবাই জানত এই উইকেট সেই সময় ভারতের কতটা দরকার ছিল! ঠিক সেই সময় স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় ভক্তদের আনন্দও ছিল দেখার মতো। সেই সময় এই সুন্দরীর ভিডিও ভাইরাল হয়। তাঁর প্রতিক্রিয়া ছিল দেখার মতো।
advertisement
advertisement
আরও পড়ুন- আইআইটি বাবা আবার! ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে আজ কে জিতবে? ফের ভবিষ্যদ্বাণী
ট্র্যাভিস হেড গত কয়েকটি ম্যাচে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেন। তবে এদিন তিনি রান পেলেন না। তাঁকে ফেরালেন বরুণ চক্রবর্তী। এই ম্যাচের প্রথম বলে শামির হাতে ক্যাচ তুলেছিলেন হেড। তবে সেই লাইফলাইনের সদ্ব্যবহার করেন তিনি। ৩৩ বলে ৩৯ রান করেন তিনি।
advertisement
বরুণ চক্রবর্তীর বলে শুভমান গিলকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন হেড। এর আগে খাতা না খুলেই কুপার কনোলিকে আউট করেছিলেন শামি। ভারতীয় দলের খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি পদ্মাকর শিবালকারের স্মরণে এদিন হাতে কালো ব্যান্ড পরে মাঠে প্রবেশ করেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সোমবার মারা যান শিবালকর। তিনি ৮৪ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
advertisement
আরও পড়ুন- রোহিত শর্মার ওজন কত? মোটা বলে কটাক্ষ কংগ্রেস নেত্রীর! আসল সত্যিটা জেনে রাখুন
মহম্মদ শামি ভারতের হয়ে এদিন সর্বোচ্চ তিন উইকেট নেন। অস্ট্রেলিয়াকে ৪৯.৪ ওভারে ২৬৪ রানে অলআউট করতে তাঁর ভূমিকা ছিল বড়। এদিন দুটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী। টসে জিতে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ সর্বোচ্চ ৭৩ রান করেন। অ্যালেক্স ক্যারি ৬১ রান করেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2025 6:49 PM IST