Orange Alert: উত্তরবঙ্গের আকাশে ঘন কালো মেঘ, ঝমঝমিয়ে বৃষ্টি, দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে বড় আশঙ্কা
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Orange Alert: দুর্গাপুজোকে ঘিরে প্রতিবারের মতো এবছরও শিলিগুড়িতে আয়োজন করা হয়েছিল দুর্গাপুজো কার্নিভাল।
শিলিগুড়ি: বৃষ্টি শুরু শিলিগুড়িতে। বাধ সাধল কার্নিভাল প্রস্তুতিতে। কার্নিভাল জন্যে আলপনা দেওয়া চলছিল। বৃষ্টিতে ব্যহত। আকাশের মুখ ভার। এবারে শিলিগুড়ি কার্নিভালে অংশ নেবে ১১টি ক্লাব এবং আই এণ্ড সিএ। বিকেল ৫টায় শুরু।
উত্তরবঙ্গের দুর্গাপুজোর কার্নিভালের তালিকায় রয়েছে, বাবুসিং স্পোর্টিং ক্লাবজনশ্রী ক্লাবনবদমী মহিলা বৃন্দ (একটি মহিলা পরিচালিত পুজো কমিটি, যা বিশেষ আকর্ষণ)কলেজ পাড়া পুজো কমিটিশিলিগুড়ি রবীন্দ্র সংঘশতাক্ষী দুর্গাপূজা কমিটিদাদা ভাই স্পোর্টিং ক্লাব (বিগ বাজেট পুজো)সুব্রত সংঘ (বিগ বাজেট পুজো)সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি (বিগ বাজেট পুজো)জাতীয় যুব সংঘরামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ।
advertisement
advertisement
দুর্গাপুজোকে ঘিরে প্রতিবারের মতো এবছরও শিলিগুড়িতে আয়োজন করা হয়েছিল দুর্গাপুজো কার্নিভাল। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় সেই অনুষ্ঠান কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে তা নিয়ে প্রশাসন বড়সড় চিন্তায়৷ শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে। বৈঠকে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকেরা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজকরা৷
advertisement
যেভাবে বৃষ্টি হচ্ছ শিলিগুড়ি জুড়ে তাতে কার্নিভালে ঠাকুরের মাতৃপ্রতিমা সঠিকভাবে নিয়ে যাওয়া যেমন একটা বড় চ্যালেঞ্জ তেমনিই রাস্তায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করাও প্রশ্নের মুখে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2025 11:01 AM IST