Puja Carnival: বঙ্গোপসাগরে নিম্নচাপের খেলা শুরু, লাল সতর্কতা উত্তরবঙ্গের দুই জেলায়! কী হবে পুজো কার্নিভালের? বড় সিদ্ধান্ত নিল প্রশাসন
- Published by:Madhab Das
- local18
Last Updated:
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন অবস্থান করছে দক্ষিণ ওড়িশায়। নিম্নচাপটি ক্রমশক্তি হারিয়ে এগিয়ে যাবে ছত্তিশগড়ের দিকে। তবে তার আগে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের মুখোমুখি হবে পশ্চিমবঙ্গ।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন অবস্থান করছে দক্ষিণ ওড়িশায়। নিম্নচাপটি ক্রমশক্তি হারিয়ে এগিয়ে যাবে ছত্তিশগড়ের দিকে। তবে তার আগে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের মুখোমুখি হবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে লক্ষ্মীপুজোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আবহাওয়ায় বদল আসবে বলে জানা যাচ্ছে। (তথ্যঃ শান্তনু কর)
advertisement
নিম্নচাপের কারণে বঙ্গ জুড়ে এমন দুর্যোগের পরিস্থিতিতেই উত্তরবঙ্গের দুই জেলা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য আবহাওয়া দফতর শনিবার লাল সর্তকতা জারি করেছে। এই দুই জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির দেখা মিলতে পারে বলে পূর্বাভাস। মুষলধারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখেই লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর বলে জানা যাচ্ছে।
advertisement
advertisement
জলপাইগুড়িতে ইতিমধ্যেই আকাশ মেঘলা এবং সকাল থেকে দফায় দফায় বৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। আর এমন পরিস্থিতিতে পুজো কার্নিভাল যখন পুজো উদ্যোক্তা ও প্রশাসনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তখন বড় সিদ্ধান্ত নিল প্রশাসন। দুর্যোগের কথা মাথায় রেখে জেলার পুজো কার্নিভালের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই সিদ্ধান্ত অনুযায়ী জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার দুই জেলার পুজো কার্নিভালের সময় বদল করা হয়েছে।
advertisement
জলপাইগুড়িতে পুজো কার্নিভালের সময় এগোনোর পাশাপাশি আলিপুরদুয়ারে দুপুর আড়াইটের সময় শুরু হবে পুজো কার্নিভাল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই পুজো কার্নিভাল বিকেল সাড়ে পাঁচটার সময় শুরু হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দুপুর আড়াইটার সময় তা শুরু করে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।