সবে শেষ হয়েছে পুজো, আর এরই মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল পুরুলিয়ায়! ছুটে এল পুলিশ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
গোশালা মোড়ের অলঙ্গীডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ঠিক পাশেই এটি ঘেরা জায়গায় নোংরার মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তৎক্ষণাৎ তারা খবর দেন পুরুলিয়া সদর থানায়।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: উৎসবের রেশ কাটতে না কাটতেই সাত সকালে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের গোশালা এলাকায়। গোশালা মোড়ের অলঙ্গীডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ঠিক পাশেই এটি ঘেরা জায়গায় নোংরার মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তৎক্ষণাৎ তারা খবর দেন পুরুলিয়া সদর থানায়।
খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সদর থানার পুলিশ। এরপরই ওই মহিলার দেহ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই তার দেহ পাঠান হয় ময়নাতদন্তের জন্য।
আরও পড়ুন: ২০ দিনে ৩ পুরুষ, ১ মহিলার সঙ্গে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা! হলটা কী আলিপুরদুয়ারে, আতঙ্কে আদিবাসীরা
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার এক পুলিশ আধিকারিকের কাছ থেকে জানা গিয়েছে , যার দেহ উদ্ধার হয়েছে সে ভবঘুরে একজন মহিলা। তিনি সেখানে প্রাতঃকর্ম করছিলেন। ওই অবস্থাতেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও কিছুই পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই সবটা জানা যাবে। ইতিমধ্যেই এটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। মহিলার নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই মহিলাটি ওই এলাকাতেই থাকতেন বেশিরভাগ সময়। তাকে দেখে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হত। ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে পুলিশের পক্ষ থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 04, 2025 11:39 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সবে শেষ হয়েছে পুজো, আর এরই মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল পুরুলিয়ায়! ছুটে এল পুলিশ