North Bengal Weather Forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপের ঠেলায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি! কী হবে উত্তরবঙ্গের? লাল সতর্কতা জারি করে মেগা আপডেট দিল আবহাওয়া দফতর
- Published by:Madhab Das
- local18
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দাপটে বঙ্গ জুড়ে এখন শিয়রে দুর্যোগ। নিম্নচাপটি এখন দক্ষিণ ওড়িশাতে অবস্থানের পাশাপাশি শক্তি হারিয়ে ছত্তিশগড় অভিমুখী
advertisement
advertisement
শিলিগুড়িতে শনিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকার পাশাপাশি দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিঙে ঘন কুয়াশার পাশাপাশি আকাশ মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পংয়ের আকাশ ও মেঘলা এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়িতে আকাশ মেঘলা থাকার পাশাপাশি ইতিমধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। ডুয়ার্সের আকাশেও মেঘের ঘনঘটা ও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির দেখা মিলেছে।
advertisement
তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি আবহাওয়া দফতর উত্তরবঙ্গের দুই জেলার জন্য একেবারে লাল সর্তকতা জারি করেছে। যে দুই জেলা হল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এই দুই জেলায় ভারী থেকে মুষলধারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। এই দুই জেলায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার।
advertisement
advertisement