Bijaya Sammilani: কালীঘাটে বিজয়া সম্মিলনীতে শুভেচ্ছা বিনিময় মমতা-অভিষেকের

Last Updated:

শুক্রবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনীতে অভিষেকের হাতে নানা উপহার তুলে দেওয়া হয়। কেউ দিলেন মিষ্টির হাঁড়ি, কেউ আবার অন্য কোনও উপহার। পুজোর আড্ডা থেকে নানা বিষয়ে গল্প করলেন দুই হেভিওয়েট৷

News18
News18
কলকাতা: বিজয়া সম্মিলনী কালীঘাটে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে। দলের সমস্ত জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। মিষ্টি বিতরণের পাশাপাশি করে সকলের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় হল তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, ‘যদিও দুর্গাপুজো শেষ হয়েছে, কিন্তু এর আবেশ রয়ে গিয়েছে আমাদের এই মিলিত হওয়ার মধ্যে। এটাই আমাদের ঐক্য, বন্ধন এবং আনন্দকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস। আমরা এই আবহে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, একে অপরের খোঁজখবর নিয়েছি। আপনাদের সকলের এই পাশে থাকাই আমাদের মূল অনুপ্রেরণা, চলার পথে পাথেয়। এই নিয়েই আমরা এগিয়ে যাব। এই পবিত্র সময় আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। মা দুর্গার আশীর্বাদ আমাদের সকলের পথে আলোকবর্তিকা হয়ে উঠুক।’
তাঁর বাড়িতে বিজয়া সম্মিলনীর একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।অন্যদিকে, কালীঘাটে নিজের অফিসে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন অভিষেক বন্দোপাধ্যায়। সাংসদ, বিধায়ক, একাধিক দফতরের মন্ত্রী সহ সাংগঠনিক পদাধিকারীদের সাথে আড্ডা, গল্প করেন অভিষেক। পুজোর ভীড় থেকে কোন মণ্ডপ কেমন লেগেছে, এমনকি নিজের ঠাকুর দেখতে বেরনোর অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। আগামী ১৩ অক্টোবর তিনি যাবেন আমতলা, নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারবাসীর সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করবেন।
advertisement
advertisement
শুক্রবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনীতে অভিষেকের হাতে নানা উপহার তুলে দেওয়া হয়। কেউ দিলেন মিষ্টির হাঁড়ি, কেউ আবার অন্য কোনও উপহার। তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ঘনিষ্ঠ মহলে তিনি ডিভিসির জল ছাড়া নিয়ে বিজেপির সমালোচনা করেন।
advertisement
এরপরই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজনৈতিকভাবে তাদের হারানোর হুঁশিয়ারি দিয়ে বললেন, ”২০২৪-এ কিছুটা পরাজিত হয়েছে, যেটুকু বাকি আছে, ২০২৬-এ তাও হয়ে যাবে। ওরা বাংলা থেকে ভোট পায় না বলে এসব ষড়যন্ত্র করে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bijaya Sammilani: কালীঘাটে বিজয়া সম্মিলনীতে শুভেচ্ছা বিনিময় মমতা-অভিষেকের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement