উৎসবের সময় ইচ্ছাকৃত দুর্যোগের সৃষ্টির অভিযোগ, DVC বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামার প্রস্তুতি তৃণমূলের

Last Updated:

যদিও শাসক দলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। ইচ্ছাকৃতভাবে জলাধার থেকে জল ছাড়া হয়নি বলে সরব তারা।

News18
News18
কলকাতা: রাজ্যকে না জানিয়ে বারবার জল ছাড়ছে ডিভিসি। বাংলায় উৎসব চলাকালীন ইচ্ছাকৃত দুর্যোগের সৃষ্টি করছে ডিভিসি। শুক্রবার দুপুরেই দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এদিন সন্ধ্যায় ফের ডিভিসি বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।
ডিভিসি নিয়ে বড়সড় আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মী পুজোর পরে বড়সড় কর্মসূচী নেওয়া হচ্ছে। জনপ্রতিনিধিদের বলা হয়েছে প্লাবিত এলাকায় নজরদারি চালাতে। এর আগেও ডিভিসির ভূমিকা নিয়ে বারবার সরব হয়েছে শাসক দল। রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করা হবে বলে আগেও উল্লেখ করেছেন শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর এবারে বড়সড় রাজনৈতিক কর্মসূচী নেবে তারা।
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় জানান,”ডিভিসি কর্তৃক একতরফা এবং ইচ্ছাকৃতভাবে জল ছাড়ার সর্বশেষ আপডেট হল যে তারা আজ সন্ধ্যার মধ্যে মাইথন এবং পাঞ্চেত বাঁধ ইত্যাদি থেকে আরও  জল ছেড়ে দিয়েছে যাতে উৎসবের সময় আমাদের পশ্চিমবঙ্গ প্লাবিত হয়। লক্ষ লক্ষ মানুষ যখন পুজোয় ব্যস্ত থাকে তখন তাদের উপর দুর্যোগ ডেকে আনার জন্য এটি একটি ইচ্ছাকৃত চক্রান্ত। লজ্জাজনক, অসহনীয়, অগ্রহণযোগ্য! আমরা প্রতিবাদ জানাই!!”
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”বিজয়া দশমী মানেই দুর্গাপুজোর সমাপ্তি- আনন্দ, উল্লাস এবং নতুন আশা। এরমধ্যে পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার পরিবর্তে, ডিভিসি রাজ্যকে কোনও আগাম নোটিশ ছাড়াই ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে। এই বেপরোয়া কাজটি আমাদের উৎসবগুলিতে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়। এই ধরণের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিয়ে, বাংলার লক্ষ লক্ষ জীবনকে আচমকাই বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ। আমার সাফ কথা- আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। সত্য মিথ্যার উপর জয়লাভ করবে এবং শুভ ইচ্ছা অশুভের উপর জয়লাভ করবে।”যদিও শাসক দলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। ইচ্ছাকৃতভাবে জলাধার থেকে জল ছাড়া হয়নি বলে সরব তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উৎসবের সময় ইচ্ছাকৃত দুর্যোগের সৃষ্টির অভিযোগ, DVC বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামার প্রস্তুতি তৃণমূলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement