Modi and Trump: ট্যারিফ ওয়ারে আমেরিকা ভারতকে চাপে রাখলেও, গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের পদক্ষেপে মুগ্ধ মোদি, করলেন ভূয়সী প্রশংসা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Modi and Trump: এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন,“গাজায় শান্তি প্রচেষ্টার চূড়ান্ত অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাই।
: এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বেশ জটিল অঙ্কে আটকে৷ ট্রাম্প প্রশাসনের ট্যারিফ ওয়ার নিয়ে অসন্তোষ থাকলেও গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি ফেরানোর চেষ্টায় ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে ভূয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদি৷ শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গাজায় যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব এবং প্রচেষ্টা ‘নির্ধারক অগ্রগতি’ পেয়েছে৷
advertisement
advertisement
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন,“গাজায় শান্তি প্রচেষ্টার চূড়ান্ত অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাই। বন্দিদের মুক্তির ইঙ্গিত একটি উল্লেখযোগ্য পদক্ষেপ৷” তিনি আরও বলেন যে নয়াদিল্লি “একটি স্থিতিশীল এবং ন্যায়সঙ্গত শান্তির দিকে সকল প্রচেষ্টাকে” সমর্থন করবে। Photo Courtesy- Narendra Modi (X Account Screen Grab)
advertisement
advertisement
advertisement
advertisement
মারজুক বলেন, ৭২ ঘণ্টার মধ্যে সকল বন্দিকে মুক্তি দেওয়া হামাসের পক্ষে কঠিন হতে পারে, কারণ কিছু বন্দির দেহাবশেষ খুঁজে পেতে কয়েক দিন বা সপ্তাহ সময় লাগতে পারে। তিনি আরও বলেন, হামাস ভবিষ্যতে গাজা পরিচালনাকারী একটি প্যালেস্তাইনের সংস্থার কাছে তাদের অস্ত্র হস্তান্তর করতে ইচ্ছুক, তবে সরকারি বিবৃতিতে সে বিষয়ে কোনও উল্লেখ ছিল না।