ময়দানে শনিবার বিকেলে সাম্বার ঝলক, কলকাতার মিষ্টিতে মুগ্ধ ব্রাজিলের কাফু
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Kafu in Kolkata: আগামী দিনে বিশ্বকাপে ভারতকে খেলতে দেখতে পেলে খুশি হব বলে জানালেন কাফু।
কলকাতা : কাতার বিশ্বকাপের আগেই ফুটবল জ্বর কলকাতায়। বিশ্বকাপের উত্তাপ নিয়ে শহরে এলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। দুবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলীয় ফুটবলার কাফু কলকাতায়। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু শুক্রবার ভারতীয় ফুটবলের মক্কায় পা রেখেছেন। কাফুর হাতে এদিন সকালে ভারতের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। হোটেলে এসে কলকাতার মিষ্টিও খেয়েছেন তিনি।
শনিবার তিনি কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করবেন। নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে কলকাতা পুলিশের এই উদ্যোগ। শনিবার মহামেডান মাঠে প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন কাফু। কলকাতা ময়দানে শনিবার বিকেলে সাম্বার ঝলক দেখা যাবে। একই সঙ্গে এই ম্যাচে খেলতে দেখা যাবে প্রাক্তন অলিম্পিয়ান টেনিস তারকা লিয়েন্ডার পেজকে। ফুটবল খেলতে দেখা যাবে মনোজ তিওয়ারি-সহ একাধিক তারকাকে।
advertisement
আরও পড়ুন : কাফুর হাতে আজ কলকাতায় ফের উঠবে বিশ্বকাপ !
শুক্রবার বিকেলে রাজারহাটের এক হোটেলে কাফু জানান, তিনি খুব খুশি কলকাতায় এসে। শনিবারের খেলা তিনি উপভোগ করবেন বলে জানান। ইংরেজিতে সড়গড় নন, দোভাষীর সাহায্যে বিশ্বকাপের ফেভারিট টিমের নাম ঘোষণা করে দিলেন ব্রাজিলের দুই বারের বিশ্বকাপ জয়ী ফুটবলার কাফু। ব্রাজিলের প্রাক্তন অধিনায়কের মতে, কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। বিশ্বকাপ নিয়ে বলতে গিয়ে কাফু জানান এ বার যে সময় বিশ্বকাপ হচ্ছে, তাতে সব ফুটবলারই খেলার মরশুমে আছেন, ভাল ফুটবল খেলা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন : বাংলাদেশের লিটনকে নিজের ব্যাট উপহার কোহলির, দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ
নেইমারদের চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন কাফু তার কারণ তাঁর মতে ব্রাজিল শুধু নেইমার-নির্ভর নয়। ভিনিসিয়াস জুনিয়র, পাকুয়েতার মতো একাধিক ফুটবলার রয়েছেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর জন্য। অনুষ্ঠান শেষে ভারতীয় ফুটবল নিয়ে মুখ খোলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগামী দিনে বিশ্বকাপে ভারতকে খেলতে দেখতে পেলে খুশি হবেন বলে জানালেন কাফু। শনিবারের ম্যাচের জার্সি উদ্বোধন হল এদিন, কাফু, লিয়েন্ডার, মনোজের হাত ধরে। নিজের উইম্বলডনের জার্সি এ দিন কাফুর হাতে তুলে দিলেন লিয়েন্ডার। কাফুর হাতে উদ্যোক্তাদের তরফ থেকে তুলে দেওয়া হল দেশনায়ক নেতাজির ছবি। সব মিলিয়ে ভারতীয় ফুটবলের মক্কায় যেন আদ্যোপান্ত ভারতীয় হয়ে উঠলেন ব্রাজিলীয় তারকা কাফু।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2022 12:22 PM IST