কাফুর হাতে আজ কলকাতায় ফের উঠবে বিশ্বকাপ !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সন্দেশ-ক্ষীর-পেস্তা দিয়ে ৫ কেজির বিশ্বকাপ বানালো ফেলু মোদক ৷
আবীর ঘোষাল, কলকাতা: কাফু ব্রাজিল থেকে বিমান ধরার আগে বাংলায় বলেছিলেন, ‘খেলা হবে’। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি ব্রাজিলের জার্সি নিয়ে এসেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বুট উপহার দেবেন।
আর কাফুর হাতে আজ, শনিবার তুলে দেওয়া হবে বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপ একেবারে সন্দেশ আর ক্ষীর দিয়ে তৈরি। তার ওপরে থাকছে পেস্তার কোডিং। রিষড়ার ফেলু মোদকের তৈরি সেই বিশ্বকাপ এদিন কাফু-র হাতে৷ ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে জানিয়েছেন, ‘‘এটা বাংলার সম্মানের ব্যাপার ৷ তাই এই সন্দেশের বিশ্বকাপ আমরা স্বাদ ও গুনমাণের যথাযথ পরীক্ষা করে বানিয়েছি ৷ এটির ওজন হয়েছে ৫ কেজি ৷ কোনও রঙ ব্যবহার করা হয়নি ৷ বিশ্বকাপের ওপরে যে সবুজ আভার কোডিং তা পেস্তা দিয়ে করা হয়েছে।’’ এ ছাড়া কাফু-র জন্য স্পেশ্যাল সন্দেশও পাঠাচ্ছে ফেলু মোদক। তবে অমিতাভর একটাই দুঃখ। রিষড়ায় জগদ্ধাত্রী পুজো। তাই তিনি নিজে মাঠে যেতে পারছেন না।
advertisement

advertisement
রবিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবল ফ্যান কাপের অনুষ্ঠানে কাফু যোগ দেবেন। ২৪টি কলেজ এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে পরপর তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তার মধ্যে দু’বার চ্যাম্পিয়ন। ব্রাজিলের হয়ে জিতেছেন কোপা আমেরিকাও। ঝুলিতে আছে কনফেডারেশন কাপ। সেই কিংবদন্তি কাফু এবার কলকাতায় পা দিলেন। পেলে, মারাদোনার মতো কিংবদন্তি আগেই এসেছেন ৷ লিওনেল মেসি, অলিভার কান একটি ম্যাচও খেলেছেন ৷ আর এবার কাফুকেও দেখা গেল তিলোত্তমায় ৷
advertisement
স্বাভাবিকভাবেই উন্মাদনার পারদ চড়তে শুরু করে দিয়েছে কলকাতা ময়দানে ৷ শহরে পা রাখলেন কাফু। এসে বাংলার মিষ্টি খেয়ে দেখলেন ব্রাজিলের সাইড ফুল ব্যাক। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক। কাফুর নেতৃত্বেই ব্রাজিল শেষবার জিতেছিল বিশ্বকাপ ২০০২ সালে জাপানের মাটিতে। এবার সেই খরা কাটে কিনা সেদিকে তাকিয়ে সকলে। ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ব্রাজিলের কিংবদন্তি। একটি ফুটবল ক্লিনিকেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। কাফু বাইক চালাতে ভালোবাসেন। কলকাতায় তাঁর বাইক-প্রেমের ঝলক দেখা যেতে পারে। উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার দুটি জায়গাতেও কাফু যাবেন বলে জানা গিয়েছে।
advertisement
সব মিলিয়ে কলকাতায় বিশ্বকাপের আগেই সাম্বা জ্বর। কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ সংক্রান্ত এই সাংবাদিক বৈঠকে কাফুর সঙ্গে হাজির থাকবেন বেঙ্গল পিয়ারলেস হাউজিং ডেভেলপমেন্ট কোম্পানির সিইও কেতন সেনগুপ্ত ও ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে আয়োজিত একটি প্রদর্শনী ম্যাচে। সেই ম্যাচে খেলবেন বলে সম্মতি দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, দীপেন্দু বিশ্বাস-সহ একঝাঁক ফুটবলার এবং সেলেবরাও এই প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2022 9:43 AM IST