বাংলাদেশের লিটনকে নিজের ব্যাট উপহার কোহলির, দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Virat Kohli gifted bat to Bangladesh batter Litton Das after his brilliant innings against India. বাংলাদেশের লিটনকে নিজের ব্যাট উপহার কোহলির, দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ
#মেলবোর্ন: বিশ্বের অনেক ক্রিকেটারের মতোই বাংলাদেশের লিটন দাস বিরাট কোহলির অন্ধ ভক্ত। তাকে দেখে শেখার চেষ্টা করেন অনবরত। বিগত একটা বছর নিজের খেলার মান অনেকটা উপরে তুলে এনেছেন লিটন। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক বিশ্বকাপের ম্যাচে ভারতীয় সমর্থকদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিলেন তিনি। রান আউট না হলে ভারতের কপালে হয়তো দুঃখ ছিল।
বাংলাদেশ হারলেও গত বুধবার গোটা ক্রিকেট বিশ্বের তারিফ কুড়িয়েছেন তাঁদের ক্রিকেটার লিটন দাস। তার পুরস্কার স্বরূপ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত ভারতের বিরাট কোহলি তাঁকে নিজের ব্যাটটি উপহার হিসেবে দিলেন। টি-২০ বিশ্বকাপের সুপার ১২ ম্যাচ খেলতে গিয়ে গত বুধবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ডিএলস নিয়ম অনুযায়ী পাঁচ রানে ভারতের কাছে হার স্বীকার করে বাংলাদেশ।
advertisement
advertisement
যদিও পরে ব্যাট করতে নেমে লিটন দাসের ব্যাটের দাপটে প্রায় জয়ের কাছে পৌঁছে গেছিল তারা। মাত্র ২৭ বলে ৬০ রান করে ম্যাচ প্রায় নিজেদের পকেটে ভরে ফেলেছিলেন লিটন। যার ফলে জয়ের স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের সমর্থকরা। কিন্তু, বৃষ্টি এসে তাঁদের আশা জল ঢেলে দেয়।
advertisement
Virat Kohli was named Player of the Match, but our #SmartStats suggest Litton Das was the real MVP 👀 👉 https://t.co/lzL192emdf#INDvBAN #T20WorldCup pic.twitter.com/X1VxRprR5t
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 2, 2022
ড্রেসিংরুমে ফেরার সময় দারুণ খেলার জন্য লিটন দাসকে অভিনন্দন জানান বিরাট কোহলি। পালটা অভিনন্দন জানান লিটনও। এরপরই নিজের ব্যাটটি লিটনকে ভালো খেলার পুরস্কার হিসেবে বিরাট উপহার দেন জানা গেছে। এপ্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন কমিটির কর্তা জালাল ইউনুস লিটনকে বিরাটের ব্যাট উপহার দেওয়ার কথা জানান।
advertisement
বাংলাদেশের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খেলার পরে আমরা ডাইনিং হলে বসেছিলাম। সেই সময় বিরাট কোহলি এসে লিটন দাসকে একটি ব্যাট উপহার দেন। আমার মতে, এটা লিটনের কাছে একটা অনুপ্রেরণার মুহূর্ত ছিল। লিটন আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির উপহার দেওয়া ব্যাট নিয়ে খেলতে নামেন কিনা সেটাই দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2022 11:00 PM IST