Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি

Last Updated:

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীও৷

বিশ্বকাপ জয়ে বড় অবদান বাংলার রিচার৷
বিশ্বকাপ জয়ে বড় অবদান বাংলার রিচার৷
বিশ্বকাপ জয়ী একমাত্র বাঙালি ক্রিকেটার৷ সেই সোনার মেয়ে রিচা ঘোষকে সোনার ব্যাটে বরণ করবে সিএবি৷ সূত্রের খবর, আগামী ৭ অথবা ৮ তারিখ ইডেন গার্ডেন্সে রিচার সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চালাচ্ছেন সিএবি কর্তারা৷
সদ্য শেষ হওয়া মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ১৩৩.৫২ স্ট্রাইক রেটে ২৩৫ রান করেন রিচা৷ সেমি ফাইনাল এবং ফাইনালে তাঁর মারকুটে ব্যাটিং ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নেয়৷ ফাইনালেও চাপের মুহূর্তে ২৪ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রিচা৷ সেমি ফাইনালের আগে ডান হাতের আঙুলে চিড় ধরলেও দলের প্রয়োজনে ব্যথা সহ্য করেই ব্যাট করেন রিচা৷
advertisement
সিএবি সূত্রে খবর, প্রথম বিশ্বকাপ জয়ী বাঙালি হিসেবে রিচাকে সোনার ব্যাট এবং বল দিয়ে সম্মান জানানো হবে৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীও৷
advertisement
এর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হচ্ছে সিএবি-র পক্ষ থেকে৷ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে তাঁর হাত দিয়েই বিশ্বকাপ জয়ী রিচার হাতে সোনার ব্যাট বল তুলে দেওয়ার পরিকল্পনা করেছেন বঙ্গ ক্রিকেটের কর্তারা৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement