Richa Ghosh Felicitation: সোনার মেয়েকে সোনা দিয়েই বরণ, সিএবি-র মেগা সম্বর্ধনা অনুষ্ঠান, আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Richa Ghosh Felicitation: বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর শিলিগুড়ি চলে যাচ্ছেন রিচা ঘোষ।
কলকাতা: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ। মহিলা বিশ্বকাপ জয়ী বাংলার একমাত্র ক্রিকেটার রিচা ঘোষকে সম্বর্ধনা দিচ্ছে সিএবি। শুক্রবার অর্থাৎ ৭ তারিখ ইডেনে রিচার মেগা সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠান বিচার হাতে তুলে দেওয়া হবে সোনার ব্যাট বল। যেখানে লেখা থাকবে রিচার সাফল্যে গর্বিত সিএবি।
থাকবে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সই। ঝুলন এবং সৌরভ দুজনে মিলেই রিচাকে তুলে দেবেন এই বিশেষ স্মারক। রুপোর তৈরি এই স্মারকে সোনার পাত বসানো থাকবে। একটি ব্যাটের সঙ্গে একটা বল। অতীতে মনোজকে সংবর্ধনা দেওয়ার সময় যেরকম দেওয়া হয়েছে এবারও সেটাই দেওয়া হবে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
আরও পড়ুন – Ind vs Pak: ভারত-পাকিস্তান ম্যাচে অভ্যবতার শাস্তি, হ্যারিস রউফ ২ ম্যাচ সাসপেন্ড, সূর্যকুমার-বুমরাহের ফাইন
advertisement
advertisement
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর শিলিগুড়ি চলে যাচ্ছেন রিচা ঘোষ। রিচা নিজের বাড়িতেই প্রথমে যেতে চেয়েছেন। ৭ তারিখ সকালে কলকাতা ফিরবেন। ৮ তারিখ ঘুরতে চলে যাচ্ছে হিমাচল প্রদেশ।
এছাড়াও ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সম্মানিত করবে ইস্টবেঙ্গল ক্লাব। দীপ্তি দীর্ঘদিন বাংলার হয়ে খেলেছেন। তবেই সংবর্ধনা কবে হবে? এখনো চূড়ান্ত দিন হয়নি। কারণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2025 11:26 PM IST

