এবার নিজের সঙ্গে নিজেরই প্রতিযোগিতা! ২৫কে ম্যারাথনে নতুন রেকর্ড গড়তে চাইছেন ব্লেড রানার উদয় কুমার

Last Updated:

২০১৭ সালে নিজের বাঁ পা হারিয়েছেন বিহারের বাসিন্দা উদয় কুমার। আগরপাড়া রেল স্টেশনে একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন উদয়। সেই দুর্ঘটনার জন্য অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। আর সেই সার্জারিতেই বাঁ পা বাদ চলে যায় তাঁর।

২৫কে ম্যারাথনে নতুন রেকর্ড গড়তে চাইছেন ব্লেড রানার উদয় কুমার
২৫কে ম্যারাথনে নতুন রেকর্ড গড়তে চাইছেন ব্লেড রানার উদয় কুমার
কলকাতা: আগামী ১৮ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে টাটা স্টিল কলকাতা ২৫কে। এই রোড রেসে অংশগ্রহণ করবেন ব্লেড রানার উদয় কুমার। এই ইভেন্টে এক নতুন রেকর্ড গড়তে চাইছেন তিনি! সেই মতো এ-বারের নিজের লক্ষ্য তৈরি করেছেন উদয়!
২০১৭ সালে নিজের বাঁ পা হারিয়েছেন বিহারের বাসিন্দা উদয় কুমার। আগরপাড়া রেল স্টেশনে একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন উদয়। সেই দুর্ঘটনার জন্য অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। আর সেই সার্জারিতেই বাঁ পা বাদ চলে যায় তাঁর।
উদয় বলেন, “পরিবারের একমাত্র ছেলে আমিই। শুধু তা-ই নয়, ঘরের একমাত্র রোজগেরে সদস্যও বটে! যখন দুর্ঘটনাটি ঘটে এবং নিজের পা হারাই, তখনই আমি এবং আমার পরিবারের সদস্যদের উপর দুশ্চিন্তার পাহাড় ভেঙে পড়ে। আমার ঘরে স্ত্রী এবং সন্তান রয়েছে। সেই সময় আমি একটা প্লাস্টিকের পায়ের ব্যবস্থা করি। পরের দিকে আমি ইন্টারনেটে অ্যাম্পিউটেটেড পা সম্পর্কে পড়াশোনা করি। এর পর আমি কলকাতায় গিয়ে পা-টা ঠিক করাই এবং এখন আমি খুবই খুশি!”
advertisement
advertisement
যদিও এই দুর্ঘটনা এবং পরিস্থিতি থামিয়ে রাখতে পারেনি ৩২ বছর বয়সী এই যুবককে। ইতিমধ্যেই তিনি দিল্লি, মুম্বই এবং দার্জিলিংয়ের ম্যারাথনে অংশগ্রহণ করেছেন তিনি। তবে এ-বারের TSk 25K-তে আরও ভাল কিছু করে দেখাতে চাইছেন অত্যন্ত উদ্যমী এই যুবক।
advertisement
উদয়ের বক্তব্য, “এ-বারে দেড় ঘণ্টায় ১০ কিলোমিটারের লক্ষ্য পূরণ করতে চাই আমি। আর এটাই আপাতত আমার লক্ষ্য। এমনিতে আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আর এই সব প্রতিযোগিতায় আরও ভাল ফল করার জন্য আমি পরিবারকেও আমার পাশে পেয়েছি। পটনা, দিল্লি, মুম্বই এবং আরও অন্যান্য জায়গা থেকে আমি অভিজ্ঞতাও সঞ্চয় করেছি। আর এই সময়ের ইভেন্টটাই আমার জন্য আসল চ্যালেঞ্জ। কারণ এ-বার আমার প্রতিযোগিতা হবে নিজের সঙ্গে। আসলে নিজের জন্যই একটা রেকর্ড তৈরি করতে চাইছি আমি।”
advertisement
তবে এই এত কিছুর জন্য সরকারি সাহায্যের দাবি জানাচ্ছেন উদয়। কারণ বিভিন্ন জায়গায় যাতায়াতের খরচ নিজেকেই বহন করতে হচ্ছে বেসরকারি চাকরিজীবী এই যুবককে। তাঁর কথায়, “এই সবের জন্য আমাকে গোটা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। আর সেই খরচ আমাকেই বহন করতে হয়। এই মুহূর্তে তাই আমি চাই, সরকার আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক। যাতে এর পরবর্তী লক্ষ্যগুলোও আমি পূরণ করতে পারি।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এবার নিজের সঙ্গে নিজেরই প্রতিযোগিতা! ২৫কে ম্যারাথনে নতুন রেকর্ড গড়তে চাইছেন ব্লেড রানার উদয় কুমার
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement