অর্ণব হাজরা, কলকাতা: রাজ্যের এখনও অনেক রাস্তা আঁধারে ঢাকা। সূর্য ডুবলে টর্চলাইট বা হারিকেনের আলো একমাত্র ভরসা। আর সেই অন্ধকার রাস্তার সুযোগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কর্ম ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। একটি জনস্বার্থ মামলায় অভিযোগ ওঠে অন্ধকার রাস্তায় ধর্ষণের ঘটনার। সেই মতো প্রত্যন্ত কতগুলি রাস্তায় আলো নেই, তা জানতে চায় হাইকোর্ট। সেই রিপোর্ট আসার পর আদালত এবার পদক্ষেপের পথে হাঁটল। প্রত্যন্ত গ্রাম সহ রাজ্যের কোন কোন রাস্তায় বিদ্যুতের অভাব রয়েছে বা বিদ্যুৎ পৌঁছয়নি তা খতিয়ে দেখতে ৪ সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাই কোর্ট। কমিটি গঠন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের।
জেলাভিত্তিক কমিটিতে রাখা হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক বা তাঁর মনোনীত কোনও প্রতিনিধি, জেলার পুলিশ সুপার বা তাঁর কোনও প্রতিনিধি, বিদ্যুৎ বণ্টন সংস্থার আঞ্চলিক ও জোনাল ম্যানেজার এবং মামলাকারী আইনজীবী নীলাদ্রি সাহাকে।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত পুরুলিয়া জেলা থেকে এই সমীক্ষা শুরু হবে। আগামী ২ মাসের মধ্যে ওই জেলার কমিটিকে রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্ট দেখে বাকি জেলাগুলিতে কমিটি তৈরি করে এই কাজ শুরু হবে।
রাজ্যে পর পর কয়েকটি ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। মামলা করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। এর মধ্যে একটি ধর্ষণের ঘটনায় গ্রামের রাস্তায় আলো না থাকার কারণকে দায়ী করা হয়েছিল মামলাকারীর তরফে।
সেই মতো রাজ্যের কোথায় কোথায় বিদ্যুতের অভাব রয়েছে তা নিয়ে বিদ্যুৎ দফতর এবং বণ্টন সংস্থার কাছে হলফনামা চেয়েছিল হাই কোর্ট। সেখানে দেখা যায় রাজ্যের অনেক রাস্তায় এখনও আলো নেই। রাজ্য জানায়, অনেক জায়গায় বাতি লাগানোর কাজ চলছে। রাজ্যে লোডশেডিং গ্রাফ অনেক নীচে। বিদ্যুৎ সরবরাহ আগের থেকে ভাল। আগামী ৩০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। পুরুলিয়ার পর অন্য জেলাতেও এমন কমিটি গঠনের পথে হাঁঠতে চায় হাই কোর্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata High court