আজ থেকে চার দিনের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন রাজস্থানের আজমের শরীফ ও পুষ্করেও

Last Updated:

সোমবার দুপুরে কলকাতা থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ থেকে চার দিনের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়
আজ থেকে চার দিনের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সোমবার থেকে চার দিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রশাসনিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর। এই সফরে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি সাক্ষাতে সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নবান্ন সূত্রে খবর, আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দিল্লিতে নেমেই সোজা রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মূলত জি-টোয়েন্টি সম্মেলন সংক্রান্ত বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদেরও ডেকে পাঠানো হয়েছে। ওই বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আগামী বছর জি-টোয়েন্টি সম্মেলনের সভাপতিত্ব করবে ভারত। সেই উপলক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর দফতর থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, এ বিষয়ে দেশজুড়ে ২০০ টি বৈঠক হবে। এর প্রথম পর্যায়ে হিসেবেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে যাবেন বলে আগেই সম্মতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, দিল্লিতে বিমানবন্দরে নেমেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। বিকেলে এই বৈঠকটি হওয়ার কথা।
advertisement
advertisement
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজস্থান যাওয়ার কর্মসূচি রয়েছে। বিশেষত রাজস্থানের আজমের শরীফ এবং পুষ্কর যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজস্থানের সরকারের শীর্ষ মহলের সঙ্গে সাক্ষাতেরও সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার রাতেই দিল্লিতে ফিরে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার কয়েকজন বিরোধী রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী। এই পাশাপাশি দলের লোকসভার সংসদদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শীতকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের রণকৌশল কি হতে চলেছে তা নিয়ে মূলত এই বৈঠক হওয়ার সম্ভাবনা বলেই মনে করছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ থেকে চার দিনের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন রাজস্থানের আজমের শরীফ ও পুষ্করেও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement