Bankura News: খেল দেখাল বাঁকুড়ার যুবক! বেঙ্গল অলিম্পিকে হ্যান্ডবলে দুর্দান্ত পারফরম্যান্স সিদ্ধেশ্বরের টিমের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
বেঙ্গল অলিম্পিকে হ্যান্ডবল বিভাগে অংশগ্রহণ করেন বাঁকুড়া জেলার ছাতনার যুবক সিদ্ধেশ্বর মুখার্জী।
বাঁকুড়া: সম্প্রতি মালদায় অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নেতাজি সুভাষ স্টেটস গেমস। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার প্রতিযোগীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় ‘হ্যান্ডবল’ বিভাগে অংশগ্রহণ করেন বাঁকুড়া জেলার ছাতনার যুবক সিদ্ধেশ্বর মুখার্জী। হুগলি জেলার হয়ে ‘হ্যান্ডবল’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। রাজ্যের একাধিক জেলাকে হারিয়ে চতুর্থ স্থানাধিকারী হয় সিদ্ধেশ্বরের টিম।
সিদ্ধেশ্বরের কথায়, ‘অলিম্পিক অ্যাসোসিয়েশনের খেলায় প্রথমবার অংশগ্রহণ করে খুব খুশি, আমার পরিবারও আমাদের টিমের এই সাফল্যে আনন্দিত। আগামীতে আরও ভালভাবে খেলার চেষ্টা করব, ন্যাশনাল গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ আগামী প্রতিযোগিতায় যাতে আরও বেশি করে উপরের সারিতে আসা যায় সেই বিষয়ে গুরুত্ব দিতে চান বলে জানিয়েছেন সিদ্ধেশ্বর।
advertisement
advertisement
হ্যান্ডবল একটি মৌলিক খেলা। হ্যান্ডবল এক প্রকারের দলীয় খেলা। এই খেলাটি অনেকটা ফুটবলের মত, তবে পার্থক্য হল হ্যান্ডবলে হাত দিয়ে বল আদানপ্রদান করা হয়। এই খেলাতে মোট ১২ জন খেলয়ার থাকে এবং সাত জন খেলোয়াড় মাঠে খেলে। যেসব দেশে এ খেলার প্রচলন রয়েছে তাদের মধ্যে পোল্যান্ড, সাইপ্রাস, রোমানিয়া, রাশিয়া, ইউক্রেন, মলদোভা, বেলারুশ, গ্রীস, যুক্তরাজ্য, তুরস্ক, জর্জিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান উল্লেখযোগ্য।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্রীড়া ক্ষেত্রে যথেষ্ট নাম রয়েছে বাঁকুড়ার! বাঁকুড়ার জঙ্গল মহলের ফুটবল থেকে শুরু করে, হকি হোক কিংবা ক্রিকেট, সবেতেই বাঁকুড়া দাগ কেটেছে জেলা জুড়ে। এবার ‘হ্যান্ডবল’ খেলাতেও চমকপ্রদ পারফরম্যান্স।
নীলাঞ্জন ব্যানার্জী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 21, 2025 3:26 PM IST

