India Bangladesh Relations: বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস! ভারতের নিরাপত্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল শিলিগুড়ির ‘চিকেনস নেক’! গোয়েন্দাদের বড় পদক্ষেপ

Last Updated:
India Bangladesh Relations: সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর এই বৈঠকের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।
1/8
শিলিগুড়ি: শিলিগুড়ির ‘চিকেনস নেক’ করিডরের নিরাপত্তা বৃদ্ধি করতে শিলিগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠকে সেনা-আধাসেনা-গোয়েন্দারা। উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডোরে নিরাপত্তা নিয়ে উচ্চস্তরের বৈঠকও করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা ও সেনা–অফিসাররা।
শিলিগুড়ি: শিলিগুড়ির ‘চিকেনস নেক’ করিডরের নিরাপত্তা বৃদ্ধি করতে শিলিগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠকে সেনা-আধাসেনা-গোয়েন্দারা। উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডোরে নিরাপত্তা নিয়ে উচ্চস্তরের বৈঠকও করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা ও সেনা–অফিসাররা।
advertisement
2/8
সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর এই বৈঠকের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। ভারত–বাংলাদেশ (India-Bangladesh) সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের পর থেকে এই সরু করিডোরে অনুপ্রবেশ, পাচার ও নাশকতার আশঙ্কা বাড়ায় সীমান্তে নজরদারি ও টহল আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর এই বৈঠকের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। ভারত–বাংলাদেশ (India-Bangladesh) সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের পর থেকে এই সরু করিডোরে অনুপ্রবেশ, পাচার ও নাশকতার আশঙ্কা বাড়ায় সীমান্তে নজরদারি ও টহল আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
advertisement
3/8
স্থানীয় প্রশাসনকেও সতর্ক থাকা ও সন্দেহজনক গতিবিধি নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এনএইচ–৩১ ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ছে চেকিং।
স্থানীয় প্রশাসনকেও সতর্ক থাকা ও সন্দেহজনক গতিবিধি নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এনএইচ–৩১ ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ছে চেকিং।
advertisement
4/8
জানা যাচ্ছে বৈঠকে সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি, আরপিএফ, ভারতীয় সেনা, ভারতীয় বায়ু সেনা, কেন্দ্রীয় সড়ক কর্তৃপক্ষ, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, মিলিটারি পুলিশ, আর্মি ইন্টেলিজেন্স, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ, জিআরপি-সহ একাধিক নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন।
জানা যাচ্ছে বৈঠকে সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি, আরপিএফ, ভারতীয় সেনা, ভারতীয় বায়ু সেনা, কেন্দ্রীয় সড়ক কর্তৃপক্ষ, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, মিলিটারি পুলিশ, আর্মি ইন্টেলিজেন্স, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ, জিআরপি-সহ একাধিক নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন।
advertisement
5/8
ওই বৈঠকে 'চিকেনস নেকে'র নিরাপত্তা ও সীমান্ত এলাকায় নজরদারি দ্বিগুন করতে বলা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গিয়েছে। বিশেষ করে এসআইআর লাগু হওয়ার পর ভারতে অনুপ্রবেশকারীদের রোধ করতে ও সন্ত্রাসবাদী গতিবিধির উপর কড়া নজর রাখতেই এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ওই বৈঠকে 'চিকেনস নেকে'র নিরাপত্তা ও সীমান্ত এলাকায় নজরদারি দ্বিগুন করতে বলা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গিয়েছে। বিশেষ করে এসআইআর লাগু হওয়ার পর ভারতে অনুপ্রবেশকারীদের রোধ করতে ও সন্ত্রাসবাদী গতিবিধির উপর কড়া নজর রাখতেই এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
6/8
মূলত এই বৈঠকে প্রত্যেক নিরাপত্তা সংস্থা নিজেদের নিরাপত্তা ও নজরদারি সংক্রান্ত কিছু পরামর্শ রেখেছে। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে বেশ কিছু সড়ক, মহাসড়ক, রেলের সেতু, মহাসড়কের সেতু, গুরুত্বপূর্ণ রেল স্টেশন রয়েছে যেগুলোর নজরদারি বাড়াতে বলা হয়েছে। প্রত্যেক সংস্থা আধিকারিকরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন বৈঠকে।
মূলত এই বৈঠকে প্রত্যেক নিরাপত্তা সংস্থা নিজেদের নিরাপত্তা ও নজরদারি সংক্রান্ত কিছু পরামর্শ রেখেছে। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে বেশ কিছু সড়ক, মহাসড়ক, রেলের সেতু, মহাসড়কের সেতু, গুরুত্বপূর্ণ রেল স্টেশন রয়েছে যেগুলোর নজরদারি বাড়াতে বলা হয়েছে। প্রত্যেক সংস্থা আধিকারিকরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন বৈঠকে।
advertisement
7/8
উল্লেখ্য, হাসিনার ফাঁসির আদেশের পর প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। তা ছাড়াও দিল্লির বিস্ফোরণ নতুন করে নাশকতার আতঙ্ক ধরিয়েছে সাধারণ মানুষের মনে। এই অবস্থায় আন্তর্জাতিক সীমান্তের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই নির্দেশ মতো ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরে নিরাপত্তা বাড়িয়েছে সিআইএসএফ।
উল্লেখ্য, হাসিনার ফাঁসির আদেশের পর প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। তা ছাড়াও দিল্লির বিস্ফোরণ নতুন করে নাশকতার আতঙ্ক ধরিয়েছে সাধারণ মানুষের মনে। এই অবস্থায় আন্তর্জাতিক সীমান্তের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই নির্দেশ মতো ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরে নিরাপত্তা বাড়িয়েছে সিআইএসএফ।
advertisement
8/8
এছাড়াও বিমানবন্দরে এআই ব্যবহার করে যাত্রীদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি শিলিগুড়ির গুরুত্বপূর্ণ রেল স্টেশন এনজেপি, শিলিগুড়ি জংশন, আলিপুরদুয়ার ও কোচবিহার রেল স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে আরপিএফ ও জিআরপির তরফে। রাজধানী, বন্দেভারতের মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলোতে সশস্ত্র নিরাপত্তারক্ষী রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়াও বিমানবন্দরে এআই ব্যবহার করে যাত্রীদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি শিলিগুড়ির গুরুত্বপূর্ণ রেল স্টেশন এনজেপি, শিলিগুড়ি জংশন, আলিপুরদুয়ার ও কোচবিহার রেল স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে আরপিএফ ও জিআরপির তরফে। রাজধানী, বন্দেভারতের মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলোতে সশস্ত্র নিরাপত্তারক্ষী রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement