Shakib Al Hasan, mental condition : মানসিক এবং শারীরিক দিক থেকে ক্লান্ত ! অবসরের ভাবনায় সাকিব?

Last Updated:

Shakib Al Hasan will not play against South Africa due to mental and physical conditions. কঠিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ

কঠিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ
কঠিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ
#ঢাকা: বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে প্রতিভাবান ক্রিকেটার এসেছেন বেশ কয়েকজন। কিন্তু তার জায়গাটা বাকিদের থেকে অনেক আলাদা। দীর্ঘদিন ধরে লাল-সবুজ জার্সি গায়ে কয়েক কোটি জনগণের প্রত্যাশার চাপ সামলেছেন। মাঠে নেমে পারফর্ম করেছেন। একাধিকবার একার কৃতিত্বে ম্যাচ বের করে নিয়েছেন। এবারের আইপিএলে তিনি নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবশ্য বেশ ধারাবাহিক পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান।
আবার শিরোনামে সাকিব আল হাসান। সাকিবকে বাদ দিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা করা হয়েছিল। তবে টেস্ট দলে রয়েছেন সাকিব। আচমকা ক্রিকেট থেকে বিরতি নিতে চান সাকিব। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া প্রসঙ্গে সাকিব বলেন তার মানসিক অবস্থা ভাল নয়। তিনি জানান, তার নিজের প্রতি যে প্রত্যাশা এবং প্রতি মানুষের তার প্রতি যে প্রত্যাশা, সেটা যদি তিনি পূরণ করতে না পারছেন না।
advertisement
advertisement
তাই তার মনে হয় এই সময়ে তার দলে থাকাটা খুবই দুঃখজনক হবে। তিনি মনে করেন এটা করলে তিনি তার টিমমেটদের সঙ্গে চিট করবেন। ৬ মার্চ রবিবার রাতে অ্যামিরাটসের ফ্লাইটে হঠাৎ দুবাই যাচ্ছেন সাকিব। একটি ব্যক্তিগত কাজে মূলত তার দুবাই যাওয়া। বিমানবন্দরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। সেখানে সাকিব বলেছেন, আমার মানসিক ও শারীরিক অবস্থা যেভাবে দেখছি, আমার কিছু সময় দরকার বলে মনে করি।
advertisement
সেটা এমন হতে পারে ওয়ানডে সিরিজটা বিরতি নিয়ে যদি টেস্ট সিরিজটা খেলতে পারি তাহলে ভাল মানসিক ও শারীরিক কন্ডিশনে থাকতে পারব। এগুলো আসলে সবকিছুর আলোচনার ওপর নির্ভর করবে কি করলে ভাল হয়। তিনি আরও বলেছেন আমার বর্তমান পরিস্থিতি এরকম। যদি এই পরিস্থিতিতে খেলতে যাই সতীর্থ ও দেশের সঙ্গে চিট করার মতো বিষয় হবে। যেই জিনিসটা অবশ্যই আমি চাই না।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shakib Al Hasan, mental condition : মানসিক এবং শারীরিক দিক থেকে ক্লান্ত ! অবসরের ভাবনায় সাকিব?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement