Mithali Raj, Women World Cup : পাকিস্তানকে হারালেও টপ অর্ডার নিয়ে চিন্তায় ভারত অধিনায়ক মিতালি রাজ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Mithali Raj says lots of areas needed to be improved after winning against Pakistan. প্রচুর ফাঁকফোকর রয়েছে দলে, জিতেও সাবধানে মিতালি
মিতালি জানিয়েছেন টপ অর্ডারকে আরও দায়িত্ব নিতে হবে। শেফালি ভার্মা, হরমনপ্রীত এবং তিনি নিজে সম্পূর্ণ ব্যর্থ। পূজা, স্নেহা এবং স্মৃতি লড়াই করতে না পারলে কি হত বলা মুশকিল। মিতালি নিজে ৩৬ বল খেলে ৯ রান করেন। তাই এই জায়গায় দ্রুত উন্নতি প্রয়োজন। মাঝে তিনটা দিন সময়। তারপর বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ভারতের মেয়েদের।
advertisement
advertisement
প্রতিপক্ষ হিসেবে কয়েকদিন আগেই যারা দ্বিপাক্ষিক সিরিজে ভারতের বিরুদ্ধে ১-৪ জিতেছিল। তাই কোচ রমেশ পাওয়ারকে আরও পরিশ্রম করতে হবে এই দলকে নিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে রবিবার মাঠে নামার সঙ্গেই বিশ্বরেকর্ড গড়লেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ছ’টি বিশ্বকাপ খেলার নজির গড়লেন তিনি। ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকরকেও।
advertisement
২০০০ সালে প্রথম বিশ্বকাপ খেলেন মিতালি। তার পর একে একে ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ এবং ২০২২ বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা মহিলা ব্যাটার। টানা ছ’টি বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে মাঠে নামলেন তিনি। এমন কৃতিত্ব এখনও পর্যন্ত বিশ্বের আর কোনও মহিলা ক্রিকেটারের নেই।
পাঁচটি করে বিশ্বকাপ খেলার নজির রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেবি হকলে এবং ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসের। তাঁদের ছাপিয়ে গেলেন ভারতের মিতালি। মিতালি বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ছ’টি বিশ্বকাপ খেলার কৃতিত্ব অর্জন করলেন। ভারতীয় মহিলা দলের অধিনায়কের আগের দু’জন হলেন সচিন এবং পাকিস্তানের প্রাক্তন তারকা জাভেদ মিয়াঁদাদ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2022 10:17 PM IST